1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে কৃষি পণ্য বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে কৃষি পণ্য বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ১৭৩ বার

মানিকছড়িতে কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের আওতায় উপজেলা বিভিন্ন পাড়া থেকে আগত উপকারভোগীদের নিয়ে কৃষি পণ্য বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস সম্মেলন কক্ষে এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কমকর্তা মো. সোলায়মান’র সভাপতিত্বে কৃষি পণ্য বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি রুপেন পাল, তিনট্যহরী বাজার পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, তিনট্যহরী বাজার আড়ৎদার মো. এরশাদ উল্লাহ, ইজারাদার মো. মমতাজ হোসেনসহ মার্কেটিং কমিটির সেন্টার পর্যায়ের কৃষান কৃষানীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কারিতাস কৃষকদের সমিতির মাধ্যমে ন্যায্য মূল্য পাওয়ার জন্য যে বাজারজাত করছে তার জন্য ধন্যবাদ জানান। এছাড়াও কৃষি পণ্য বিক্রির ব্যাপারে সহযোগিতারও আশ^াস দেন বাজার কমিটির নেতারা।

কারিতাস মার্কেটিং এর জন্য কৃষকদের যে সহায়তা ও সহযোগিতা করছে তা প্রসংশনীয় জানিয়ে উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার বলেন, কৃষি-কৃষক ও কারিতাস একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। কৃষি পণ্য ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে বাজার কমিটির সভাপতি, আড়ৎদার, ইজারাদার ও কৃষকের সাথে লিঙ্কেজ করে দেওয়াই এই মতবিনিময় সভার মুল উদ্দেশ্য বলে তিনি মনে করেন। জৈব প্রযুক্তির মাধ্যমে ও জৈব বালাইনাশক ব্যবহার করে কৃষকদের ফসল উৎপাদনেরও আহ্বান করেন। এছাড়াও সেন্টার পর্যায়ে কালেকশন পয়েন্ট স্থাপন করাও অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net