মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-
কিছুটা দেরিতে হলেও পাহাড়ে হাঁড়কাঁপানো শীত পড়তে শুরু করেছে। পাহাড়ে হত-দরিদ্র জনগোষ্ঠীর দুর্বিষহ রাত্রিযাপন করছে অসংখ্য মানুষ। তাছাড়া বর্তমানে শীতের প্রকোপ বেড়ে চলায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে এবং ভৌগলিক ও প্রাকৃতিক কারণে পার্বত্য অঞ্চলে তুলনামূলক ভাবে শীতের প্রভাব বেশি। নির্ঘুম রাত কাটাচ্ছে অভাবী মানুষদের। ফলে মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন হিউম্যান সোসাইটির সহযোগীতায় শতাধিক মানুষের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন চট্টগ্রামের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন ‘হোপ ফাউন্ডেশন’।
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক অসহায়, হত-দরিদ্র ও সুবিধাবঞ্চিত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। হোপ ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর পুুস্পিতা চৌধুরীর সঞ্চালনায় ও সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম অনিকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শাহিনা আক্তার, যোগ্যাছোলা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ, ডা. অরুণ বাবু, যোগ্যাছোলা হিউম্যান সোসাইটির উপদেষ্টা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রবিউল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. বশির আহম্মেদ সৌরভ, প্রমূখ।
এছাড়াও হোপ ফাউন্ডেশনের সদস্য আশিক আমান ইতাজ, রাদিয়া আজিজ, আইয়্যাবা আজিজ, আশিকুর রহমান, স্বরূপ দাশ, শান্তনু বড়ুয়া, মুক্তা রেখা, আনিশা, হৃদয় ও মেহেদী উপস্থিত ছিলেন।