মীরসরাই প্রতিনিধি::
হিউম্যান রাইটস ফাউন্ডেশন মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে মিঠাছড়া বাজারে ১০ই ডিসেম্বর বিকেল ৪টায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে প্রায় পাঁচ শতাধিক জনসাধারণের মাঝে করোনার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঠোরভাবে হুঁশিয়ার প্রদান করেছে। এ ঢেউ মোকাবেলায় মাস্কের এর বিকল্প নেই। তাই হিউম্যান রাইটস ফাউন্ডেশন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করেন এবং আগামীতে শীতবস্ত্র বিতরণের পদক্ষেপ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস মীরসরাই শাখার সভাপতি আবু সুফিয়ান চৌধুরী, সহ সভাপতি সাংবাদিক আনোয়ারুল হক নিজামী, সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ডাক্তার জাহেদুল ইসলাম, কোষাধ্যক্ষ সোহরাব হোসেন, অফিস সম্পাদক ইব্রাহিম বাদশা, নির্বাহী সদস্য জুয়েল নাগ, নির্বাহী সদস্য সাংবাদিক দিদারুল আলম এবং সাংবাদিক কামরুল ইসলাম।