শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মুহাম্মদ ইয়াছিন চৌধুরী ৫ ম বারের মত সি.আই.পি নির্বাচিত হওয়ায় বিশাল সংবর্ধনা প্রদান দিয়েছেন চিকদাইর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠন।
মঙ্গলবার দুপুরে রাউজান চিকদাইর ইউনিয়ন পরিষদ আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। উপজেলা যুবলীগ নেতা জাহেদুল আলম জাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) শাখাওয়াত হোসেন । বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সি আই পি মুহাম্মদ ইয়াছিন চৌধুরী ,ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি সেলিম উদ্দিন। উদ্বোধক ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আলমগীর কবির চৌধুরী। এতে উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব মফিজুর রহমান, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মেম্বার, দিদারুল আলম, বেদারুল আলম, রাহাত চৌধুরী,উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক লোকমান হোসেন, সাহেদুর রহমান, জানে আলম মিনহাজ, কামরুল হাসান বারেক, সাইদুল আলম মনছুর, মোহাম্মদ শাহেদ,আ.লীগ নেতা জাগের হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা হেলাল উদ্দীন আরিফ, কাজী মাসুদ রানা, ইউনিয়ন যুবলীগ নেতা জসিম উদ্দীন, রাশেদুল আলম রনি, মঈনউদ্দিন, দেলোয়ার, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাছির উদ্দীন, নোমান বিন আজিজি, ইউপি সদস্য নরুল মোস্তাফা ডালিম, আনোয়ার, মোদ্দাচ্ছের হয়দার, জানে আলম, ইলিয়াছ, প্রদীপ দাশ, শাহ্জাহান, আনোয়ার হোসেন, মহিলা ইউপি সদস্য শাকি আক্তার, পারভিন আক্তার, সানোয়ারা বেগম প্রমুখ। এর আগে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করেন চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধিত করেন।