শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
মহান বিজয় দিবসে রাউজান সদর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে এই শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিস্তম্ভে রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি নেজাম উদ্দীন রানা, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক এম কামাল উদ্দিন,সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ। সভায় মহান মুক্তিযুদ্ধে বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।