আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।
রাঙ্গুনিয়া উপজেলা শিলক ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক র্যালি বের করে উপজেলার শিলক ইউনিয়ন ছাত্রলীগ। র্যালিটি দক্ষিন রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে শুরু হয়ে ইউনিয়নের চতুর্দিকে প্রদক্ষিণ করে। পরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন সাধারণ সম্পাদক জামশেদ মুন্নার পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তৌহিদুল আজিজ মানিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলক ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল রহমান বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলক ইউনিয়ন সহ-সভাপতি সরোয়াল লিটন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিলক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো আলমগীর ও আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ।