লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট থেকে : লালমনিরহাটে শীতকালীন টমেটো চাষে কৃষকের অাগ্রহ বাড়ছে । প্রতিবছর লালমনিহাটের কৃষকেরা অাগাম টমেটোর অাবাদ করেন। এসব অাগাম টমেটো দেখতে সুন্দর ও সুস্বাদু হওয়ায় এর চাহিদা ও দাম বেশি। কিন্ত এবার অতিবৃষ্টির কারনে চারা নষ্ট ও বিভিন্ন রোগে অাক্রান্ত হয়ে মারা যাচ্ছে। একাধিকবার চারা রোপন করে ভারসাম্য রক্ষা করছে তারা। অাগাম টমেটো চাষীরা জানান, কীটনাশক ব্যবসায়ী ও সারডিলারদের উপর নিভর করেই তারা টমেটো ক্ষেতের পরিচযা করে থাকে। লালমনিরহাট জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকায় টমেটোর অাবাদ হয়েছে। ২/১ জন কৃষক টমেটো বিক্রি করলেও অধিকাংশ কৃষক এখনো টমেটো বিক্রি করতে পারেনি। কৃষকরা এখন ক্ষেতের পরিচযা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তারা অাশাবাদী এবারে বাম্পার ফলন হবে। লালমনিরহাট কৃষিসম্প্রসারন অধিদপ্তর জানান, জেলায় গত বছর ৫৫৫ হেক্টর জমিতে টমেটো অাবাদ হয়। চলতি বছর একই পরিমানে অাবাদ হলেও লক্ষ্যমাএা ছাড়িয়ে যাবে এবং বাম্পার ফলন হবে।