এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি
কুমিল্লা লালমাই উপজেলার পেরুল ইউনিয়নে হরিশ্চ বাজারে যাত্রী বাহী বাসে চাপায় মোটরসাইকেল আরোহী মমিনুল ইসলাম (৪৮) নামের এক যবুক নিহত হয়েছে। এ ঘটনায় বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
সকাল ৯ টার দিকে কুমিল্লা-নোয়াখালী সড়কের হরিশ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিনুল ইসলাম উপজেলার পেরুল ইউনিয়নের পশ্চিম পেরুল গ্রামের মৃত সিরাজুল ইসলাম ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯ টার দিকে যাত্রী বাহী আলবারাকা বাস ঢাকা থেকে চেড়ে আসা নোয়াখালী যাচ্ছিল হরিশ্চ বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মমিনুল ইসলাম নিহত হয়।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলায় প্রস্তুতি চলছে ।