1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাল নিশানেই ইঙ্গিত দিচ্ছে বন্দরের কার্যক্রম বাস্তবায়নের পথে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লামা ইকবালের জন্ম বার্ষিকীতে ‘ইকবাল ও গণতন্ত্র‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা পুরানা পল্টন সোসাইটির সচেতনতা র‍্যালি সফলভাবে সম্পন্ন সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম

লাল নিশানেই ইঙ্গিত দিচ্ছে বন্দরের কার্যক্রম বাস্তবায়নের পথে

চুনারুঘাটের বাল্লা স্থলবন্দরের ১৩ একর জমি বুঝে পেল বন্দর কর্তৃপক্ষ চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৩০ বার

হবিগঞ্জ চুনারুঘাটের বাল্লা স্থল-বন্দরের জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিলতা ও বাধা-বিপত্তির পর অবশেষে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা কেদারাকোট নামক স্থানে স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের ১৩ একর জমি বুঝে পেল প্রত্যাশী সংস্থা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের দাবি ছিল বাল্লা স্থলবন্দর, তার’ই কার্যক্রম প্রায় বাস্তবায়নের পথে। সোমবার (১৪ই ডিসেম্বর) দুপুরে অধিগ্রহণকৃত জমিতে লাল নিশানা টানিয়ে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে জমির দখল হস্তান্তর করে। জেলা প্রশাসক কামরুল হাসানের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মো. জাকারিয়া স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলামের পক্ষে বন্দর সচিব মো. আমিনুল ইসলামের কাছে এ জমি হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সামসুদ্দিন রেজা, সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হুমায়ূন কবির খান, আসামপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সিরাজুল ইসলাম, বাল্লা স্থলবন্দর আমদানি-রপ্তানী কারক কল্যাণ সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন খান, মো. জাবেদ খান ও সাংবাদিকবৃন্দসহ ব্যবসায়ী নেতাগন।

স্থানীয়রা বলছেন গাজীপুর ইউনিয়ন তথা চুনারুঘাটবাসীর দীর্ঘদিনের স্বপ্নের দাবি বাস্তবায়নে আর কোনো বাধা রইল না। তরা বলছেন লাল নিশানাতেই বুঝা যাচ্ছে বন্দরের কার্যক্রম এখন দ্রুত গতিতে হবে। আর বন্দর কর্তৃপক্ষ সচিব মো. আমিনুল ইসলাম জানিয়েছেন ইতোমধ্যে বন্দরের অবকাঠামোসহ সব স্থাপনা নির্মাণের এসেসমেন্টও সম্পন্ন হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মো. জাকারিয়া বলেন, স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে বন্দরটি নির্মানের জন্য ১০/২০১৭/২০১৮ নং এল.এ. কেস এর মাধ্যমে ১৩ একর জমি অধিগ্রহণ শেষে সীমানা পিলার দিয়ে বন্দর কর্তৃপক্ষের নিকট দখল হস্তান্তর করেছি। এ কার্যক্রম শুরু হয়েছিল ২০১৭-১৮ অর্থ বছরে। গতকাল ১৪ ডিসেম্বর সোমবার ছিল অধিগ্রহণের শেষ ধাপের কাজ। তিনি বলেন, অতি সত্বরই এ এলাকায় স্থলবন্দর কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হবে এবং স্থলবন্দর কর্তৃপক্ষের স্থাপনা নির্মানসহ অন্যান্য কার্যক্রম চলমান আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net