1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সম্ভাবনাময় র্পযটন কেন্দ্র জাহাজমারা সমুদ্র সৈকত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না: নাহিদ বিএনপি বিজয়ী হলে ফ্যাসিবাদবিরোধীদের নিয়ে জাতীয় সরকার হবে : নজরুল ইসলাম ইসলামী ব্যাংক রংপুর ও বগুড়া জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যেই : মাহফুজ আলম ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগের মিছিলের পর ০২ সদস্য আটক  ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, পিআর পদ্ধতিতে সদস্য মনোনয়ন কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

সম্ভাবনাময় র্পযটন কেন্দ্র জাহাজমারা সমুদ্র সৈকত

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৩০৯ বার

বাংলাদেশের র্সব দক্ষিনে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার নবগঠিত মৌডুবী ইউনিয়নে অবস্থীত জাহাজমারা সমুদ্র সৈকত, সৈকত ঘিরে রয়েছে অপরুপ সৌন্দর্যের লীলাভূমি, যাতায়াত ব্যবস্থা খারাপ হলেও দিনদিন এখানে র্পযটকের সংখ্যা বেড়েই চলেছে। সরকারি বা বেসরকারি উদ্যোগে এসব স্থানে যদি র্পযটন কেন্দ্র গড়ে উঠে তাহলে র্পযটকদের যাতায়াত সহজ হতে পারে, আর সরকারও আয় করতে পারে বিপুল পরিমান রাজস্ব। উপজেলা সদর থেকে জাহাজমারা সমুদ্র সৈকত পনেরো কিলোমিটার দূরে জাহাজমারার চরবগলা স্লুইসগেট স্টেশন থেকে এক কিলোমিটার দুরে ভেড়িবাঁধের বাহিরে বঙ্গোপসাগরের মোহনায় প্রাকৃতিক সৌর্ন্দয নিয়ে জেগে আছে দেশের সম্ভাবনাময় র্পযটন কেন্দ্র জাহাজমারা সমুদ্র সৈকত। সমুদ্রতীরে র্দীঘ সৈকতের পাশে রয়েছে বন বিভাগের ঘন বনাঞ্চল। এসব বনে পাখির মেলা। বক,চিল,মাছরাঙ্গা,পানকৌড়ি,টিয়া,ময়না,ঘুঘু সহ আরো কত পাখি রয়েছে। এখানে শীতকালে অতিথী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে মন। সমুদ্রের ঢেউ আর সবুজ প্রকৃতি এ-এলাকার পরিবেশকে করে তুলেছে মোহনীয়। র্পযটক মৌসুম এলেই নৌ পথে কিছু ট্রলর আর সরক পথে মটরসাইকেল যোগে র্পযটকদের নিয়ে জাহাজমারায় যাতায়াত করে কিছু ট্রলার এর মালিক ও মটরসাইকেল চালকরা । চারদিকে সমুদ্রের জলরাশি আর লাল কাঁকরাদের ছুটোছুটি। শেষ বিকালে দিগন্ত রেখায় র্যূযাস্তের দৃশ্য। ভোরের কুয়াশার আভা ভেদ করে পূর্ব আকাশের বুক চিরে লাল র্সূয ওঠার মনোরম দৃশ্য। এর মাঝে সকাল – দুপুর বিকেল পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে গোটা দ্বীপ। নদী আর সাগরের জল আছড়ে পরেছে এ-দ্বীপের চারপাশে। চিকচিক বালিতে যেন ভোরের কোমল র্সূযের আলো ছড়ায়। সন্ধার আগ মুর্হূতে গোধূলী বেলার ম্লান আঁলোতে আকাশে রংধনু নদীর বুকজুড়ে মিতালী গড়ে তোলে । মনোমুগ্ধকর দৃশ্য দেখে প্রান জুড়িয়ে যাবে আগত র্পযটকদের। প্রাকৃতিক সৌর্ন্দযের আর্কষনে নানা প্রতিকূলতা ডিঙিয়ে র্পযটকেরা এসব স্থানে আসেন কছিুটা প্রশান্তির খোঁজে। জাহাজমারা সমুদ্র সৈকত ছবির মতই সুন্দর এখানে যেমন রয়েছে নৈর্সগিক রুপ তেমনি রয়েছে নদী পুকুর ও বিলে দেশীয় বিবিন্ন প্রজাতির সামূদ্রিক সুস্বাদু মাছের ছড়াছড়ি। এছাড়াও পাওয়া যায় দেশী হাঁস-মুরগি গরু, মহিষের দুধ ,দই,শীতকালীন খেজুরের রস পাওয়া যায়। রয়েছে নানান রকম সাক-সবজি । সৈকতের পাশেই বালুর ধুমে পাওয়া যায় আগাম তরমুজ। বিভিন্ন সময় র্পযটক আসলেও দেখা যায় ঈদ, কুরবানির ,ও রাশ র্পূনিমা সহ সকল উৎসবের সময় জাহাজমারা সমুদ্র সৈকতে হাজারো র্পযটকের ভীর জমে থাকে।

স্থানীয়দের দাবি ,জাহাজমারাকে র্পযটন এলাকা হিসেবে গড়ে তোলা হয় তাহলে বদলে যাবে এ অঞ্চলের মানুষের ভাগ্য। র্পযটন শিল্পের বিকাশ ঘটলে তৈরি হবে নতুন র্কমসংস্থান। র্অথনৈতিক উন্নায়নেও এগিয়ে যাবে এ অঞ্চল এমনটাই মনে করেন সচেতন মহল।
স্থানীয় সংগঠন ভূইয়াকান্দা যুব ফেডারেনের সাধারণ সম্পাদক বনি আমিন বলেন, এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে। এখানে শুধু দরকার মানসম্মত আবাসিক হোটেল। তাহলে দুরদুরান্ত থেকে আসা পর্যটকরা সারাদিন বীচে গুড়াগুরি করে ভালো ভাবে রাত্তি জাপন করতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net