নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে যুবলীগনেতার উপর বিএনপি সমর্থকরা , এওচিয়ার ফয়েজ কোম্পানীর ছেলে স্থানীয় যুবলীগনেতা সম্রাটের উপর এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। গতকাল ১৮ই ডিসেম্বর(শুক্রবার)সন্ধ্যা ৭টায় এওচিয়া ৫নং ওয়ার্ডে মুন্সী উজির আলী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।আহত সম্রাট বলেন, এওচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারনসম্পাদক মৃত বাদশা মিয়ার ছেলে তৌহিদুল ইসলাম সহ খোরশেদুল আলম, সাহাবুদদীন, সাহেদ উদদীন আমাকে পূর্বপরিকল্পিত ভাবে মসজিদের জেরে মারধর করেন।
স্থানীয়দের সহযোগিতায় আমি সাতকানিয়া হাসপাতালে চিকিৎসা নিয়ে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি, তবে ২দিন গত হয়ে গেলে ও এখনো কোন পুলিশ ঘটনাস্থলে আসেননি।আমি শুনেছি আমার অভিযোগটা এসআই অনুপম সাহেবের কাছে,তার সাথে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি।
এদিকে সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করে ওসি তদন্ত আবুল কালাম আজাদ বলেন, হ্যা অভিযোগ পেয়েছি, এসআই অনুপমকে দায়িত্ব দিয়েছি তিনি বিষয়টা দেখবেন।
এদিকে যুবলীগ নেতা সম্রাটের উপর হামলার বিষয়ে একাধিক প্রত্যক্ষদর্শী সাহাবুদদীনকে অভিযু্ক্ত করলে, পরে সাহাবুদদীনের মোবাইলে একাধিক বার কল দেয়া হলে ও তাকে ফোনে পাওয়া যায়নি।
স্থানীয় মেম্বার শাহআলম বলেন, আমি শুনছি বিষয়টা, আইনশৃংখলা বাহিনীকে অনুরোধ জানাব কঠিন হস্তে দমন করার জন্য তবে গতকালকে ঘটনা হয়েছে এখনো পুলিশ কোন ব্যবস্থা নেয়া তো দূরের কথা ঘটনাস্থল পরিদর্শন না করার পরিবেশ উত্তপ্ত।মসজিদের এই পারিবারিক কেন্দ্রীক আধিপত্যে শেষ পর্যন্ত লাশ পড়বে এবং এই দাবানল শেষ পর্যন্ত পুরো এওচিয়ায় দাউ দাউ করে জ্বলবে।সুতরাং ঘটনার বিষয়ে মামলা নিয়ে দ্রুত প্রকৃত আসামীদের গ্রেফতার করার অনুরোধ জানাচ্ছি।
এওচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুস সালামকে কল করা হলে তিনি বলেন, সম্রাটের উপর হামলাকারীরা এওচিয়ার অর্জিনাল বিএনপি আমি সম্রাটের উপর হামলাকারীদের দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি।আর না হয় আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসুচী দিব।