মো.ইকবাল হোসেন:
এ উপলক্ষে ১৬ ডিসেম্বর (বুধবার) সাতকানিয়া রাস্তারমাথাস্থ থ্রি-স্টার কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেরানীহাট মা-শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ওসমান আলীর সভাপতিত্বে ও শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি আবু তাহের এলএমজি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহীম, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমদ, সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ, সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আক্কাছ উদ্দিন, ছৈয়দ শামসুল ইসলাম, গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, শামসুল ইসলাম, ডাঃ জাহেদ হোসেন, কেঁওচিয়া ইউপি সদস্য রোকেয়া বেগম, জিয়াউল হক, অ্যাডভোকেট সৈয়দ ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে সানরাইজ’র পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে গত ১২ বছরে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারিটি নির্মাণ করেন সংগঠনের সদস্য রাকিবুল হক রাফি ও নাসিম জুবায়ের। এই কাজের প্রধান সমন্বয়ক ছিলেন সাতকানিয়া সাংবাদিক ফোরামের পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম।