আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামীগের সহ-সভাপতি কংজরী চৌধুরীর মায়ের পরলোকগমন উপলক্ষে ১৩ ডিসেম্বর রবিবার দুপুরে পূন্যানুষ্ঠান ও সাকান্নভোজের আয়োজন করা হয়। এতে হাজারো মানুষ অংশ নেয়। এ সময় গুইমারা চৌধুরী পাড়ার নিজ বাড়ীতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর পক্ষে ২০০ জন অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন মন্ত্রীর সহধর্মীণী।

কম্বল বিতরন শুরুর পূর্বে কাজরী চৌধুরী তার পরিবার ও গুইমারা উপজেলাবাসীর পক্ষে মন্ত্রী ও তার সহধর্মিণীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মন্ত্রীর স্ত্রী উপস্থিত সকলকে মৈত্রীময় শুভেচ্ছা জানান এবং খাগড়াছড়ি বাসীর পাশে থাকার করার অভিপ্রায় ব্যাক্ত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মংশেপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য মেমং মারমা, আঃ জব্বার, মাঈন উদ্দিন, রেম্রাচাই চৌধুরীসহ পরিষদের সদস্য সদস্যাবৃন্দ। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারগন উপস্থিত ছিলেন।