নিজস্ব প্রতিনিধ, চট্টগ্রাম:
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ১৬ ডিসেম্বর সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে বীর শহীদের শ্রদ্ধা জানানো হয়। এর আগে বাদে ফজর দলীয় অফিসে খতমে কোরআন আদায়ের মধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত এবং জাতীয় পতাকা উত্তলন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আজকের এই দিনে বীর শহীদদের আত্মত্যাগকে সম্মান ও যথাযথ মর্যাদা রেখে তাদের আদর্শে বলিয়ান হয়ে দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।
চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় বাংলাদেশের মুক্তিকামী জনতা উজ্জ্বীবিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। আজ দেশে গণতান্ত্রিক সরকার নেই। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পেলে স্বাধীনতার স্বপ্ন স্বাদ পূর্ণ হবেই ইনশাল্লাহ।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে জাতিকে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছেন। যার ফলশ্রুতিতে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জিত হয়। আজ আওয়ামী সরকার দেশে একদলীয় বাকশাল কায়েম করে চলছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে মানুষকে মুক্ত করার জন্য সকল নেতা-কর্মিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য এড. ইফতেখার মহসিন, এড. ফোরকান, এম. মনজুর উদ্দিন চৌধুরী, এস.এম. মামুন মিয়া, এড. নুরুল ইসলাম, জামাল হোসেন, হুমায়ুন কবির আনসার, লায়ন হেলাল উদ্দিন, এহসানুল মওলানা, নুরুল কবির, জিয়াউদ্দিন আশফাক, সাবেক ক্রীড়া সম্পাদক এড. লায়ন শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মঞ্জুর উদ্দিন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ প্রমূখ।