নিজস্ব প্রতিবেদক |
আজ সোমবার বাদ আসর সাবেক নাঙ্গলকোট থানা ছাত্রকল্যাণ সংসদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে জহুরুল হক হলে মরহুম এডভোকেট আবদুল গফুর মজুমদারের স্মরণে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
সভা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। দোয়া পরিচারনা করেন নাঙ্গলকোটের সন্তান সুপ্রিমকোট জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।
বক্তব্য রাখেন সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নইম নিজাম, দলিলুর রহমান মজুমদার, নজির আহমেদ ভূঁইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, গিয়াস উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন, এডভোকেট জামিলুর রহমান, ব্যবসায়ী ওয়ালিউর রহমান, ব্যাংকার জসিম উদ্দিন ভূঁইয়া, রাজনৈনিক সাহাবুদ্দিন ফারুক, ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সস্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ নুরুর রহমান, সাবেক সভাপতি ফরিদ আহমেদ, আবদুল মমিন সবুজ, মহিউদ্দিন মহিন, শহিদুল্লাহ, জহিরুল হক মিন্টু, শেখ জয়নাল আবেদিন রাসেল, ফয়েজ উল্লাহ মজুমদার, সামছুদ্দিন স্বপন, এডভোকেট আবুল হাশেম, এডভোকেট মোশারফ হোসেন প্রমুখ।
বাংলাদেশ প্রতিদিন সস্পাদক নইম নিজাম বলেন, মরহুম আবদুল গফুর মজুমদদার সবাইকে আপন করে নিতে পারতেন, সবার মাঝে যুগসূত্র করতে পারার জন্য আজকে আমরা উনাকে স্মরণ করছি। আমাদের এই বন্ধন অটুট রাখতে পারলেই, আমাদের সফলতা আসবে। আমরা একসাথে থাকতে চাই।
সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া বলেন, মরহুম আবদুল গফুর মজুমদার নাঙ্গলকোটের বিশেষ করে ছাত্রদের অভিভাবক হিসেবে বিশেষভাবে সমাদ্রিত থাকবেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সামছুদ্দিন দিদার।