1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জয়িতা নরসিংদীর রায়পুরার জামিলা খাতুন সফল জননী ক্যাটাগরিতে সেরা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন রোহিঙ্গা আটক ধোপাছড়ির মানুষের দুঃখ দূর করবে কাঠের সেতুটি ৬ মাস পর ৬ লাখ টাকায় সংস্কার সন্দ্বীপে উপজেলা বিএনপি আহবায়ক এডভোকেট মো আবু তাহের সমর্থনে ধানের শীষের পক্ষে গণ সংযোগ চৌদ্দগ্রামে বর্ণমালা একাডেমিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আল্লামা ইকবালের জন্ম বার্ষিকীতে ‘ইকবাল ও গণতন্ত্র‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা পুরানা পল্টন সোসাইটির সচেতনতা র‍্যালি সফলভাবে সম্পন্ন সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার

জয়িতা নরসিংদীর রায়পুরার জামিলা খাতুন সফল জননী ক্যাটাগরিতে সেরা

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ১৯৭ বার

নরসিংদী জেলায় ‘সফল জননী’ ক্যাটাগরিতে সেরা জয়িতা নির্বাচিত হয়েছেন জমিলা খাতুন।
বুধবার (৯ ডিসেম্বর) নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এ সংগ্রামী নারীকে সম্মাননা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জমিলা খাতুনের ছেলে মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। বর্তমানে যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
সফল জননীর আত্মজীবনী : ১৯৩৭ সালের ০৫ জুন তারিখে তৎকালীন ঢাকা (বর্তমানে নরসিংদী) জেলার রায়পুরা থানার অত্যন্ত প্রত্যন্ত ইমামদিরকান্দি গ্রামে জন্ম আমার। বাবা মরহুম আবদুল জব্বার (কানু মিয়া) একজন জনপ্রতিনিধি ছিলেন। নিজ এলাকায় পরোপকারী ও সমাজসেবক হিসেবে তাঁর সুখ্যাতি ছিল। আমার মা ছিলেন একজন সুগৃহিনী। বৃহত্তর/যৌথ পরিবারের প্রথম সন্তান হিসেবে আমার শৈশব ছিল মা-বাবা ও চাচাদের আদর-স্নেহ-ভালবাসায় পরিপূর্ণ। বাবার প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়েই আমার পড়াশুনার হাতেখড়ি এবং সেখানে মেধার পরিচয় দিয়েই প্রাথমিক শিক্ষা সমাপ্ত করি। সেই বৃটিশ আমলে আমাদের রাস্তাঘাটবিহীন প্রত্যন্ত গ্রামের ১০/১২ মাইলের মধ্যে কোন উচ্চ বিদ্যালয় না থাকায় এবং নিরাপত্তার কথা ভেবে আমার পিতা অন্যত্র না পাঠানোয় আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা সেখানেই থেমে যায়।

ঐ যুগের প্রথা অনুযায়ী ১৯৫৪ সালে মাত্র ১৭ বছর বয়সে একই থানার বাঁশগাড়ী ইউনিয়নের উদীয়মান সমাজসেবক ও রাজনৈতিক কর্মী সাইদুর রহমান সরকার (ছন্দু মিয়া)’র সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হই। মা-বাবা আর চাচাদের আদরের স্বর্গ ছেড়ে এক জাঁদরেল শাশুড়ির কঠোর শাসন আর স্বামীর ভালবাসায় মিশ্র এক জীবন কাটছিল আমার। বিয়ের পর দিনকে দিন স্বামীর সমাজসেবামূলক ও রাজনৈতিক কর্মকান্ড বাড়তে থাকে। শিক্ষানুরাগী স্বামী নিজের পৈত্রিক জমিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন; বাড়ী বাড়ী গিয়ে ছাত্র যোগাড় করেন; বিনা বেতনে বিদ্যালয়ে পাঠদান করেন। রায়পুরা থানার অনগ্রসর চর এলাকায় ৬টি ইউনিয়নের উন্নয়নে তিনি আত্মনিয়োগ করেন।
এক পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধুর আস্থাভাজন কর্মী হিসেবে নিজ এলাকায় আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন এবং সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ১৯৬৯ সালে এলাকায় চোর-ডাকাত ও সমাজবিরোধীদের বিরুদ্ধে এক অভূতপূর্ব গণজাগরণের (স্থানীয়দের ভাষায় ‘চোরের সংগ্রাম’) নেতৃত্ব দিয়ে এলাকায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেন। এসময় চোর-ডাকাতদের দল একাধিকবার আমাদের বসতঘরে আগুন দিয়ে এবং একদিন সংঘবদ্ধভাবে বাড়ীতে আক্রমণ করে তাঁকে হত্যার চেষ্টা করে। আমার তাৎক্ষণিক কৌশলে তিনি বেচেঁ যান।

তারপর এলো সেই উত্তাল ১৯৭১ সাল। আওয়ামী লীগের স্থানীয় সভাপতি হিসেবে স্বামী মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন; আশ্রয় ও অর্থ দিয়ে সহায়তা করেন। আমাদের বাড়ীতে মুক্তিযোদ্ধাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়। মনে আছে সেবছর প্রচুর ‘ক্ষেত কুমড়া’ ফলেছিল। মুক্তিযোদ্ধা ও আশ্রয়প্রার্থী বিপুল সংখ্যক মানুষকে ভাত ও ক্ষেত কুমড়াসহ ডাল দিয়ে আপ্যায়িত করা হতো। সেই দুর্যোগের সময় সে সাধারণ খাবারই তাদের কাছে অমৃত সমান ছিল। গৃহকর্ত্রী হিসেবে বিপুল সংখ্যক অসহায় মানুষের খাবারের ব্যবস্থাপনা করতে গিয়ে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। সেসব দিনের কঠিন পরিশ্রমের কথা মনে হলে আজও শরীরে ব্যথার অনুভূতি হয়।
অনেক রক্ত আর অশ্রুর বিনিময়ে অবশেষে ১৬ ডিসেম্বর ১৯৭১ দেশ স্বাধীন হয়। স্বামী দেশ গঠনের কাজে ঝাঁপিয়ে পড়েন। ওদিকে আমার জনপ্রতিনিধি বাবাও সাধ্যমতো দেশ ও দশের কল্যাণে কাজ করে যাচ্ছিলেন।
এদিকে ১৯৭২ সালে শ্বাশুড়ি অসুস্থ হওয়ার পর নাতজামাই দেখার ইচ্ছে পোষণ করায় অনিচ্ছাসত্ত্বেও দশম শ্রেণিতে পড়ুয়া বড় মেয়েকে বিয়ে দিতে বাধ্য হই। স্বামীর রাজনৈতিক ও সমাজসেবামূলক কর্মকান্ডের ব্যস্ততা আর নতুন জামাতার আদর-আপ্যায়নে দিন কেটে যাচ্ছিল। হঠাৎ করে আমার আশা-ভরসার স্থল আমার বাবা অন্য ভুবনে পাড়ি জমান। আমার সর্বশেষ সন্তানের বয়স তখন মাত্র ১২ দিন। তখনও জানতাম না যে, নিয়তি আমাকে নিয়ে এক কঠিন খেলায় মেতে উঠবে। পিতার মৃত্যুশোক কাটিয়ে উঠতে না উঠতেই মাত্র ৮ মাস পর ১৯৭৩ সালের ১২ সেপ্টেম্বর প্রিয়তম স্বামী মাত্র ৪২ বছর বয়সে ইন্তেকাল করেন।

মাত্র কয়েক মাসের ব্যবধানে পিতা ও স্বামীকে হারিয়ে অকুল সাগরে পড়ে যাই। আজ থেকে প্রায় অর্ধ-শতাব্দী আগে একজন স্বল্প শিক্ষিত গ্রামীণ মুসলিম নারীর পিতা ও স্বামী হারানো মানে মাথার উপর থেকে শুধু ঘরের চাল নয়, আকাশও সরে যাওয়া। ছয়টি নাবালক সন্তানসহ মাত্র ৩৬ বছর বয়সে বিধবা হওয়া গ্রামীণ নারীর জন্য আর্থিক ও নিরাপত্তা সমস্যাসহ যত রকমের সমস্যা হওয়া সম্ভব সবই আমাকে মোকাবেলা করতে হয়েছে। পূর্বেই শাশুড়ির নাতজামাই দেখার শখ পূরণের জন্য সবচেয়ে বড় মেয়েটিকে খুবই অল্প বয়সে বিয়ে দিয়েছিলাম। স্বামীর মৃত্যুর সময় দ্বিতীয় সন্তান (বড় ছেলে) মাত্র ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। এরপর বাকী ৪ জনের বয়স সহজেই অনুমেয়। সর্বশেষ সন্তানের বয়স তখন মাত্র ৮ মাস।
একাকী এক কঠিন জীবন-সংগ্রামে অবতীর্ণ হতে হয় আমাকে। একেতো মুসলিম পরিবার, আবার স্বামীর ব্যাপক পরিচিতি; সুতরাং জীবন-জীবিকার সন্ধানে ঘরের বাইরে কোন কিছু করা ছিল অসম্ভব। জমিজমা মোটামুটি থাকলেও অব্যবস্থাপনার জন্য প্রায়ই প্রত্যাশিত ফসল পাওয়া যেত না। দেখাশুনার কেউ নেই বিধায় বর্গাদারদের অনেকেই এসে বলতো, ‘‘এবার মোটেই ফসল হয়নি’; কাজেই কিছুই দিতে পারবো না।’’ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলো যখন পুরুষতান্ত্রিকতায় ভর করে মূলতঃ জমি-জমা অবৈধভাবে ভোগদখলের আশায় স্বামীর বাড়ীর কেউ কেউ বললেন, “ছেলে-মেয়েরা আমাদের বংশের; তাদেরকে আমরা দেখবো। তুমি বাপের বাড়ী চলে যাও।’’
উল্লিখিত যাবতীয় অন্যায় চাপ অগ্রাহ্য করে নাবালক সন্তানদের বুকে আগলে মাটি কামড়ে পড়ে থাকি প্রিয় স্বামীর ভিটায়। সন্তানদের বেড়ে উঠার জন্য সারা বাড়ীতে শাক-সবজি ফলমূল চাষ ও হাস-মুরগী গরু-ছাগল পালন শুরু করি। কোন ক্যাশ-ইনকাম না থাকায় নিজের ভিটেবাড়ীর সর্বোত্তম ব্যবহার করে কোনরকমে সন্তানদের আহারের ব্যবস্থা করতে হয়েছে। যখন সন্তানদের লেখাপড়ার জন্য অর্থের প্রয়োজন হলো তখন নিজের শখের

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net