শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ

রাউজানে সমাজিক সংগঠন নীল আকাশ যুব ক্লাবের উদ্যোগে বিনাম্যূলে ডায়াবেটিস পরীক্ষা, ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহার প্রদান ও গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার রাতে ছিটিয়া পাড়া এলাকায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ার মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ খসরু চৌধুরী। প্রধান অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত। সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল হক মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু সালেক, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ্-ই জাহান,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, মাস্টার সুবল চন্দ্র দাশ, হাজি ইউনুছ, মোঃ সাইফুল,সংগঠনের সভাপতি এরশাদ হোসেন, মনছুর, জাসেম, রিয়াজ, সাদ্দাম, আরমান, রাসেল, সুমন, বক্কর, আরফাত, সাইফুল, আলফাজ,নিশান, আকিব, নিফাজ, লাভলু হাসান, রাকিব, মেসবাহুল, মহিউদ্দিন, নাহিদুলসহ অনেকে।
