শাহনেওয়াজ নাজিম:
ফটিকছড়ি উপজেলাস্থ পশ্চিম নানুপুর দারুচ্ছালাম ঈদগাহ মাদ্রাসায় আগামী ১১জানুয়ারী সোমবার অনুষ্ঠেয় বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর দুপুরে মাইজভান্ডার দরবার গেইটের দক্ষিণ পাশে অবস্থিত এই মাদ্রাসার নির্মাণাধীন ভবনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদীস আল্লামা মুফতী মুনিরুল হক কাসেমীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নাজিরহাট বড় মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফয়জুল বারী, অত্র মাদ্রাসার শিক্ষক মুফতি আমজাদ, মুফতি আখতার হোসাইন, মাওলানা কারী জাকারিয়া, মাওলানা মুমিনুর রহমান, মাওলানা মুজিবুর রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ কয়েকশ’ ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন।