1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাংগায় রোকেয়া দিবসের সভায় বক্তারা নারী-পুরুষের সমাতায় টেকসই উন্নয়ন সম্ভব - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৪ সামনে আরো একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে জাতীয় সমাবেশ জামায়াতের বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু ৫ আগস্ট সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক তারেক – ইউনুস আলোচনার পর মানুষের মাঝে স্বস্তি ফিরিলেও কয়েকটি দল এটিকে ভালো ভাবে মেনে নিতে পারছেনা— আমিনুল হক  গোপালগঞ্জের ঘটনায় জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত : বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সাক্ষাৎ গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র: নাহিদ ইসলাম

মাটিরাংগায় রোকেয়া দিবসের সভায় বক্তারা নারী-পুরুষের সমাতায় টেকসই উন্নয়ন সম্ভব

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ১৭৮ বার

বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস।

বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের মাটিরাঙ্গা উপজেলা সুপারভাইসার মো. ইউনুস আলীর সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক সবুজ।

আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম, ভাইস চেয়ারম্যান মো. আনিজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশাহ্ ফয়সাল, বর্নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর ও সফল জননী ফিরোজা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সমাজকে দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছেন মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, সরকারের বিচক্ষণ, গতিশীল ও বলিষ্ঠ পদক্ষেপের কারণে রাজনীতি, পররাষ্ট্রনীতি, আইন প্রণয়ন, প্রশাসন, অর্থনীতি, সাংবাদিকতা, শিল্প-সংস্কৃতি ও খেলাধুলাসহ পেশাভিত্তিক সকল ক্ষেত্রে নারীদের আজ গর্বিত পদচারণা।

বেগম রোকেয়ার আদর্শ, সাহস, কর্মময় জীবন নারী সমাজের এক অন্তহীন প্রেরণার উৎস মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার তৃলা দেব বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। নারী-পুরুষের সমান অংশীদারিত্বই টেকসই উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী গোমতি ইউনিয়নের মহাজন পাড়ার হেমবালা ত্রিপুরা, সফল জননী নারী হিসেবে আমতলী ইউনিয়নের রামশিরার ফিরোজা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে শুরু করা আমতলী কামিনীপাড়ার স্বাধীনলতা ত্রিপুরাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

বর্নিল এ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলো প্রকৌশলী মো. মনির হোসেন, মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম ও আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল গনি ছাড়াও পদস্থ বিভাগীয় কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net