1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যানজটের দূর্ভোগ নিরসনে হাটহাজারী ট্রাফিকের ৫ দফা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ

যানজটের দূর্ভোগ নিরসনে হাটহাজারী ট্রাফিকের ৫ দফা

কে এম ইউছুফ [হাটহাজারী] চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ১৮৭ বার

উত্তর চট্টগ্রামের কয়েকটি উপজেলা এবং রাঙ্গামাটি ও খাগড়াছড়ি দুই পার্বত্য জেলার যাতায়াত পথ হাটহাজারী বাসস্ট্যান্ডের মহাদূর্ভোগের জানজট নিরসনে এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতির লক্ষ্যে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে হাটহাজারী ট্রাফিক জোন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে হাটহাজারী বাসস্ট্যন্ডস্থ হোটেল আল জামানের বল রুমে হাটহাজারী ট্রাফিক জোনের ইন্সপেক্টর ছামিউরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি তথা চট্টগ্রাম-হাটহাজারী-খাগড়াছড়ি ব্যস্ততম এই মহা সড়কটিতে যানজট নিরসনে বিষদ আলোচনা হয়।

এতে মতামত প্রকাশ করে বক্তব্য প্রদান করেন, চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম, হাইওয়ে ওসি কামরুল ইসলাম, ওসি (অপারেশন্স) তৌহিদুল করিম, মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. ফারুক খান, মো. জাফর, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, বাস শ্রমিক নেতা মো. হারুন, একরাম, ট্রাক শ্রমিক নেতা মো. আবদুশ শুকুর, সিএনজি শ্রমিক সমিতির মো. ইলিয়াছ, ইউছুপ।
এছাড়া পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দের অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনার শেষে যে সব সিদ্ধান্ত নেয়া হয়-

১/ হাটহাজারী বাসস্ট্যান্ডে বাস পার্কিং এবং চলাচলের জন্য তিনটি জায়গা নির্ধারণ করে দেয়া হবে।নির্দিষ্ট এসব স্থান লাল, হলুদ ও সবুজ রং দিয়ে চিহ্নিত করা থাকবে।

২/চলাচলরত সিএনজি অটোরিক্সার জন্য নির্ধারিত স্ট্যান্ড তথা পার্কিংয়ের ব্যবস্থা করা হবে্ তাতেই ওই গাড়ি থামবে এবং ওকান থেক ছেড়ে যাবে। যত্রতত্র পার্কিং বা যাত্রী উঠানামা করতে পারবেনা।

৩/ হাটহাজারীর সিএনজি পাম্পগুলো রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ করবে।এতে করে দিনের বেলা ফিলিং স্টেশন থেকে গ্যাস নিতে আসা বেবি টেক্সির কারণে দীর্ঘ জানযট লেগে থাকা রোধ হবে। তবে, রাতে গ্যাস নেয়ার স্লিপে নাইট লিখা সিল দেখে প্রয়োজন ক্ষেত্রে দিনে গ্যাস নিতে পারবে।

৪/ সড়কের আইনসমূহ পরিবহন চালক-শ্রমিকরা পুরোপুরিভাবে মানার জন্য কঠোর নির্দেশনা দেয়া হচ্ছে। বেবি টেক্সি চালক ও মালিকদের ছবি, আইডি কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার অথবা ইঞ্জিন ও চেসিস নাম্বার এবং তাদের স্থানীয় কমিটি তালিকা থানা পুলিশকে জমা দিতে হবে। যাতে করে আইন অমান্যে ব্যবস্থা গ্রহণ অথবা কোন গাড়ি ছিনতাই কিংবা চুরি হলে পুলিশ তড়িৎ ব্যবস্থা নিতে পারে।

৫/ হাটহাজারী বাসস্ট্যান্ডে স্থাপিত গোলচত্বরের উভয় পাশ তথা সড়কের ফুট-পাতে কোন যানবাহন দাঁড়ানো কঠোরভাবে নিষিদ্ধ করা হলো।

মতবিনিময়ে সড়কের পার্শস্থ ভাসমান দোকানের কারণে পথচারী চলাচলের অসুবিধের দরুণ জানজট লেগে থাকে। তাই, ভাসমান দোকানগুলো উচ্ছেদে ইউএনও’র সাথে পরামর্শক্রমে মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধ জানানো হবে। আলোচনায় কেউ কেউ গোলচত্বরটি আরেকটু ছোট করার প্রস্তাব করলে সে ব্যাপারে ইউএনও’র সাথে আলোচনা করা হবে বলে জানান ওসি।

আলোচনায় হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন- কষ্ট হলেও সবার স্বার্থে নির্দেশনাগুলো মানিয়ে নিতে হবে। যানজট নিরসনে পুলিশের আগে চালকদের উপর দায়িত্বটা বর্তায়। যদি তারা আইনগুলো মানেন, তাহলে বাকীদের কাজ করতে সুবিধে হবে।

ওসি বলেন- জোর করে কিংবা মামলা দিয়ে আইন মানানো শতভাগ সম্ভব নয়। এর জন্য সকলের মানসিকতা পরিবর্তন করতে হবে। উপস্থিত মালিক, চালক ও শ্রমিকদের নেয়া পরিকল্পনাকে ভিন্নখাতে প্রভাবিত করে কেউ যদি আন্দোলনের চিন্তা ভাবনা করে তাহলে তাকে শক্ত হাতে দমন করা হবে বলেও হুশিয়ারী দেন তিনি।

তবে এসব উদ্যোগের ব্যাপারে মতামত প্রদান করে হাটহাজারী পৌর ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য, ব্যবসায়ী ও সমাজসেবক মো. নাছির উদ্দিন বলেন- মতবিময়, আলোচনা, প্রস্তাবসমূহ নিশ্চই ভালো উদ্যোগ। কিন্ত দেখতে হবে এর বাস্তবিক বাস্তবায়ন কতদূর!

এমন প্রশ্ন তোলবার যৌক্তিকতা হিসেবে তিনি বলেন- এমন সব প্রস্তাবাদি মিটিংআকারে বিভিন্ন সময়ে হলেও। পরে এর কোনো বাস্তবায়ন চোখে পড়েনা অথবা তা দীর্ঘস্থায়ী হয়না।

হাটহাজারীর এমন জানজটের দূর্ভোগ থেকে রেহাই পেতে পুলিশ ও উপজেলা প্রশাসন, পরিবহন মালিক, চালক, শ্রমিক ও যাত্রী, পথচারী এবং রাজনীতিক ও সমাজকর্মীদের সমন্বিত সহায়তা চান হাটহাজারী বাসস্টেশনস্থ ‘ভাত ঘর এবং ইয়েন রেস্তোরা’র মালিক প্রবীণ ব্যবসায়ী নেতা মোহাম্মদ নাছির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net