শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর শাখা-২ এর আওতাধীন ৬ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়।রোববার (৬ ডিসেম্বর) বাদে এশা চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রোকন উদ্দীন ফারুকী।উদ্বোধক ছিলেন জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের সি.শিক্ষক আবু তাহের, প্রধান অতিথি ছিলেন হাটহাজারী ছিপাতলী জামিয়া গাউছিয়া মঈনিয়া কামিল এম এ মাদ্রাসার প্রভাষক মুফতি আল্লামা মুহাম্মদ ফখরুদ্দিন চাঁদপুরী,বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী গোমদন্ডী দরবারের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, বিশেষ বক্তা ছিলেন চিকদাইর আলীম উদ্দিন সওদাগর জামে মসজিদের খতিব আল্লামা ফখরুদ্দিন আল্ কাদেরী। সংগঠনের সাবেক সহ সভাপতি নুরুনবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাঙ্গুনিয়া ও রাঙামাটির সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলার সমন্বয়কারী সালাউদ্দিন, জয়নাল আবেদীন, মোহাম্মদ আলী মাষ্টার, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সংগঠক সাইদুল ইসলাম, যুবলীগ নেতা জিয়াউল হক রোকন, জাহেদুল আলম, সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল হক, সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দীন মানিক, হাফেজ আব্দুল শুক্কুর। উপস্থিত ছিলেন ওয়ার্ড শাখার সভাপতি মনছুর আলম বাবুর্চি, মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল নবী খোকন, শফিউল আজম, তৌফিকুল ফরিদ মাসুম, ইয়াছিন, ওসমান, সৈয়দ জালাল, শহিদুল আলমসহ অন্যান্যরা। মিলাদ ক্বিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।