মাহবুবুর রহমান : নোয়াখালীর সুবর্ণচরের গভীর রাতে দুস্থ, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন চরজব্বর থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক।
রাতে উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে নিজ হাতে এই দুঃস্থ অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় তিনি জানান, এই শীতের সময়ে সাধারণ মানুষের কথা চিন্তা করে আমাদের জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমরা এই উদ্যোগ গ্রহণ করি। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, রাত্রিকালীন তদারকি ডিউটি করাকালীন শীতার্তদের মাঝে প্রায় প্রতিরাতেই তিনি জেলা পুলিশ সুপারের পক্ষে কম্বল বিতরন করেন বলে জানা যায়। এ পর্যন্ত তিন রাত তারা কম্বল বিতরণ করেন।
গভীর রাতে দুস্থ অসহায় শীতের এ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তারা জেলা পুলিশ সুপারসহ সবার জন্য দোয়া করেন।