হাতিয়া প্রতিনিধি :
বাড়ীর অংশ নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা কহিনুর বেগম (৪০) ও মেয়ে ফারহানা আকতার (২০) নামে দুই নারী গুরুতর আহত হয়। আশংকা জনক অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামে।
এ বিষয়ে কহিনুর বেগম বাদী হয়ে একই এলাকার মৃত বজল হকের ছেলে মাইন উদ্দিন (৪৫) সহ ৭ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় একটি মামলা করে।
মামলার এজহার সূত্রে জানাযায়, বাড়ীর অংশ নিয়ে কহিনুরদের সাথে মাইন উদ্দিনদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসতেছে। ঘটনার দিন সকালে কহিনুর তার নিজের বাড়ীতে নির্মান শ্রমিকদের নিয়ে ঘর নির্মানের কাজ করতে ছিল। হঠাৎ কিছু বুঝে উঠার আগে মাইন উদ্দিনের নেতৃত্বে ৭-৮ জনের একটি গ্রæপ কহিনুরের নতুন নির্মান করা ঘরের দেওয়াল ভেঙ্গে পেলা শুরু করে। এসময় কহিনুরের মেয়ে ফারাহানা বাদা দিলে মাইন উদ্দিনের নেতৃত্বে আসা লোকজন ফারাহানাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। মেয়েকে বাঁচাতে মা কহিনুর এগিয়ে আসলে সন্ত্রানীরা তাকেও পিটিয়ে আহত করে। পরে এলাকা বাসী এসে মা মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে। আহত কহিনুর চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের মো: মোজাক্কের বারীর স্ত্রী।
এ ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল খায়ের বলেন, এই ঘটনায় কহিনুর বাদী হয়ে হাতিয়া থানায় একটি মামলা করেছে। আমরা আসামীদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।
জিল্লুর রহমান রাসেল
হাতিয়া প্রতিনিধি