1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে বর্ণিল আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

গুইমারাতে বর্ণিল আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ১০৩ বার

গুইমারাতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় সংগঠনের উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকাল ৩ টায় গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোমের নেতৃত্বে আনন্দ র্যালী শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য মেমং মারমা বলেন বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে। এরপর ৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয় ছাত্রলীগ। উপমহাদেশের প্রাচীনতম ছাত্র সংগঠনের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে ছাত্রলীগের নেতাকর্মীদের অগ্রনী ভূমিকা রাখাতে হবে। আলোচনা শেষে প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করে ও শীতার্ত কিছু মানুষের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগ নেতা সমীরন পাল, কংজরী মারমা, সুইমং মারমা,শেখ হাফিজুর রহমান, রুস্তম তালুকদার, সাগর চৌধুরী,যুবলীগ নেতা বিপ্লব কুমার শীল, ইফতেখার উদ্দিন চৌধুরী পলাশ, মাসুদ রানাসহ ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম