1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বঙ্গবন্ধু আন্তঃইউনিয়ন ব্যাডমিন্টন খেলায় শ্রীকোল ইউনিয়ন চাম্পিয়ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন

মাগুরায় বঙ্গবন্ধু আন্তঃইউনিয়ন ব্যাডমিন্টন খেলায় শ্রীকোল ইউনিয়ন চাম্পিয়ন

মােঃসাইফুল্লাহ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ১০৬ বার

মাগুরার শ্রীপুরে উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় শ্রীপুর সদর ইউনিয়নকে ২-১সেটে পরাজিত শ্রীকোল ইউনিয়ন চাম্পিয়ন হয়েছে।
১২ জানুয়ারি মঙ্গবার রাতে শ্রীপুর উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন কবিরের সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ০১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুুদুল গণি শাহিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন, আমলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী বিশ্বাসসহ আরো অনেকে।

খেলায় ২দিন ব্যাপি ৮টি ইউনিয়নের অংশগ্রহণে প্রথম দিনের খেলায় ৪টি ইউনিয়ন সেমিফাইনালে খেলার সুযোগ পায়। সমাপনী দিনে প্রথম সেমিফাইনালে কাদিরপাড়া ইউনিয়নকে পরাজিত করে শ্রীকোল ইউনিয়ন ফাইনাল খেলার সুযোগ নেয়। দ্বিতীয় সেমিফাইনালে দাড়িয়াপুর ইউনিয়নকে হারিয়ে শ্রীপুর ইউনিয়ন ফাইনাল খেলার সুযোগ পায়। ফাইনাল ম্যাচে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও দর্শকেরা। ফাইনাল ম্যাচে শ্রীপুর ইউনিয়নকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শ্রীকোল ইউনিয়ন। ম্যান অব দা টুর্নামেন্ট হোন শ্রীকোল ইউনিয়নের তুহিন।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, শ্রীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন কবিরসহ অন্যরা। গভীর রাত পর্যন্ত মনোমুগ্ধকর এ ব্যাডমিন্টন খেলা দেখতে এলাকার বিভিন্ন শ্রেনীর পেশার মানুষেরা ভীড় জমায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম