এম, এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি ঃ
লাকসামে রৌশন আলী দারা খালটি খনন কাজ উদ্ধোধন করা হয়েছে। গত (৪ জানুয়ারি) সোমবার সকালে উপজেলার মুদাফরগুন্জ (উত্তর) ইউনিয়নে আউশপাড়া (দঃ) পাড়া এলাকায় উদ্বোধনের কাজ অনুষ্ঠিত হয়।
জানাজায়, উপজেলার মুদাফরগুন্জ উত্তর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আউশপাড়া (দঃ) এলাকায় নলুয়া রেললাইন ব্রীজ থেকে পাশাপুর পর্যন্ত ৩ কিঃ ৬শ’ মিটার রৌশন আলী দারা খালটি খনন জন্য বাস্তবায়ন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। মেসার্স এসএস এন্টারপ্রাইজ ঠিকাদার মাধ্যমে খাল খননের কাজটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড মেম্বার আবু সায়েদ, সাবেক মেম্বার মোঃ দুদু মিয়া, উপজেলা বিএডিসি (সেচ) উপ-সহকারী প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, ঠিকাদর প্রতিষ্ঠান মেসার্স এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শিমুল ঘোষ, মাওলানা আবু তাহের, আওয়ামীলীগের নেতা এমরান হোসেন মজুমদার ,বদিউল আলম প্রমুখ।