1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন

শ্রীনগরে প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ১০২ বার

শ্রীনগরে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
উপহার ঘর হস্তান্তর কর্মসূচির উদ্বোধন হয়েছে। শনিবার সকালে গণভবন থেকে এক ভিডিও
কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর কর্মসূচির শুভ উদ্বোধন
করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই অংশ হিসেবে শ্রীনগর উপজেলা পরিষদের নতুন মিলনায়তনে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর
রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান
জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, জেলা পরিষদের সদস্য ইকবাল হোসেন মাস্টার,
মনির হোসেন মিটুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক,
প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসার আশেকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ
সম্পাদক হারুর উর রশিদ, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন,
ইউপি চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান, ফিরোজ আল মামুন, হাজী বাবুল হোসেন বাবু,
মো. সোলায়মান খান, আজিজুল ইসলাম, নুরুল ইসলাম, কাজী মোনোয়ার হোসেন শাহাদাত,
আয়ুব খান, আজিম হোসেন খান, আব্দুল বারেক খান, সেলিম হোসেন তালুকদার, হাজী
নেছারউল্লাহ সুজন, পিআইও কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আবু রেজওয়ানসহ উপজেলা
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিডিও কনফারেন্স শেষে আটপাড়া ও পাটাভোগ এলাকায় নির্মিত এসব ঘর পরির্দশনের পাশাপাশি
উপকারভোগী পরিবারগুলোর খোঁজ খবর নেন। এসময় আনন্দ ও উৎসবমূখর পরিবেশে মিষ্টি বিতরণ
করা হয়। একই নকশার দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি পাকা ঘরে রয়েছে রান্নাঘর সংযুক্ত টয়েলেট।
দেওয়া হচ্ছে টিউবওয়েল ও বিদ্যুৎ সংযোগও। ভূমিহীন পরিবারগুলো জায়গার দলিল পত্রসহ
প্রধানমন্ত্রীর উপহার এসব ঘর পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। ঘর হস্তান্তরকালে খোরশেদ আলম (৬৫)
কুলসুম বেগম (৫৫), ছালেহা (৩৫), সাইদুল ইসলামসহ বেশ কয়েকজন উপকারভোগী পরিবার মাথা
গোঁজার ঠাঁই পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সরকারের ঘোষনার পর থেকেই প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে থাকা আশ্রয়ণ-২ প্রকল্পের “ক”
শ্রেণির ভূমিহীনদের জন্য “আশ্রয়ণের অধীকার, শেখ হাসিনার উপহার” শ্লোগানকে সামনে
রেখে শ্রীনগর উপজেলা প্রশাসন এসব ঘর নির্মাণ কাজ শুরু করেন। উপজেলার বিভিন্ন
ইউনিয়নে ৭০টি ঘর নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এর মধ্যে শনিবার অনুষ্ঠিত ঘর
হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আটপাড়া ও পাটাভোগ এলাকায় উপকারভোগী
পরিবারদের কাছে এসব ঘর হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম