আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুদংপাড়ায় মালবাহী ট্রাক্ট্রর উলটে গিয়ে গুইমারার আমতলী পাড়া গ্রামের ম্রাসাজাই মারমার ছেলে চালক অংপ্রু মারমা (আনুশে) (২৫) নামে এক জনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল ৫. ৪০ মিনিটের দিকে মালামাল নিয়ে তারাচান পাড়া যাওয়ার পথে উচুপাহাড়ে উঠার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মালামাল নিয়ে যাওয়ার সময় গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ের মাঝ পথে উলটে গেলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার (ওসি তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ গিয়ে দূর্ঘটনায় পতিত ট্রাক্টর এবং লাশ পায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই স্হানীয়রা সব সবিয়ে ফেলেছে। কোন অভিযোগ না থাকায় ব্যাবস্হা গ্রহন করা যাচ্ছে না।