1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ার ইলিশিয়ায় ব্যক্তি মালিনাকাধীন রাইস মিল জবর দখলের অপচেষ্টার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অশ্রুশিক্ত নয়নে ইস্তিস্কার নামাজ আদায়! চৌদ্দগ্রামে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত কুবিতে উপাচার্য, ট্রেজারার ও প্রক্টরের কার্যালয়ে শিক্ষক সমিতির তালা চৌদ্দগ্রামে রহমতের বৃষ্টির প্রার্থনায় ইশতিসকার নামাজ আদায় কুবিতে এবার আরেক হাউজ টিউটরের পদত্যাগ Игровой автомат 3 Lucky Rainbows ঠাকুরগাঁও জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল রেজাউল ও শ্রেষ্ঠ ওসি ফিরোজ কবির চৌদ্দগ্রামে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী আটক রাউজানে হক কমিটির উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১১ পরিবারকে নিত্যপণ্য সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে- ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকবে ৬৪৮ জন আনসার সদস্য !

চকরিয়ার ইলিশিয়ায় ব্যক্তি মালিনাকাধীন রাইস মিল জবর দখলের অপচেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ১৫২ বার

চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া বাজারে ব্যক্তি মালিনাকাধীন দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান ওয়াজেদীয়া রাইস মিল জবর দখলে নিতে অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ প্রতিষ্ঠন জবর দখলের মাধ্যমে বিশেষ ফায়দা লুটতে সংঘবদ্ধ হয়েছে একটি চক্র। চক্রটি রাইস মিল নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রকৃত মিল মালিক পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে হয়রানি করে আসছে। এমনকি হামলার ঘটনাও সংঘটিত করেছে দুর্লোভের বশবর্তী হওয়া এই চক্রটি।

মঙ্গলবার (৯মার্চ) রাত ৮টার দিকে সংশ্লিষ্ট রাইস মিলের অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগি পরিবার। ওই সম্মেলনে তাদের বক্তব্যে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগি মিল মালিক পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত আতিকুর রহমান মামুন মিয়ার সহধর্মীনি রোকসানা আক্তার ও তাদের একমাত্র ছেলে ইনকিয়াদুর রহমান আবিদ। এসময় মিল পরিচালনা কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। তারা সংবাদ সম্মেলনে জানান, এসব হামলা ও হুমকি-ধামকির উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় আইনানুগ সহযোগিতা পেতে কয়েকজন অজ্ঞাতনামাসহ ৪জন বিবাদীর নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগপত্র জমা দেন। ওই অভিযোগের বাদী হন মৃত আতিকুর রহমান মামুনের পুত্র ইনকিয়াদুর রহমান আবিদ। এতে একই এলাকার মৃত সোলতান আহমদ চৌধুরীর পুত্র হােছনে আলম নিয়ামত (৬০), মাশাফুল শাওন (৩০), মাশাফুল শাফাত (২৫) ও অফিফা (২৮)সহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করা হয় বলে তারা জানান।

অভিযোগপত্রের আলোকে ভুক্তভোগি পরিবার সংবাদ সম্মেলনে দাবি করেন, উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আম্মারডেরা এলাকার মৃত আতিকুর রহমান মামুনের মালিকানাধীন ওয়াজেদীয়া রাইস মিলটি পৈত্রিক মালিকানা সূত্রে তার ওয়ারিশগণ ভোগ দখলে রয়েছেন। কিন্তু তা জবর দখলে নিতে অভিযুক্তরা সংঘবদ্ধ ভাড়াটিয়া লোকজন নিয়ে গত ৫ ও ৬ মার্চ দফায় দফায় হামলা চালিয়েছে। তাতে ব্যর্থ হওয়ায় অভিযুক্তরা বর্তমানেও হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। এনিয়ে ভুুক্তভোগি পরিবার চরম নিরাপত্তহীনতায় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তাই তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে আইনী সহযোগিতা কামনা করেন।

এদিকে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন বলেন, ভুক্তভোগি পরিবারের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ ভুক্তভোগি পরিবারকে আইনী সহযোগিতা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম