মাহবুবুর রহমান :
নোয়াখালীতে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, শোভাযাত্রা ও কেক কেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুজিব জন্মশতবর্ষ। বিকালে আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা শহরে আনন্দ ও শোভাযাত্রা র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড শিহাব উদ্দিন শাহীন এর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণ করে রাখতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে নোয়াখালী জেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।
শোভাযাত্রা ও র্যালী শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড শিহাব উদ্দিন শাহীন বলেন, বঙ্গবন্ধু কোন দলের নয় তিনি হলেন সকল বাঙালি জাতির। আর আমরা বাঙালি জাতি হিসেবে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে আমাদের আজকের এ র্যালী ও শোভাযাত্রা।
এর আগে সকালে নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে নোয়াখালী মুজিব চত্বরে নোয়াখালী জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এ দিকে জেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর অস্থায়ী স্মৃতি স্তম্বতে পুষ্পস্তবক অর্পণ করে নোয়াখালী জেলা আওয়ামিলীগ ও নোয়াখালী পৌরসভার অস্থায়ী স্মৃতি স্তম্বতে পুষ্পস্তবক অর্পণ করে পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল।
অন্যদিকে মুজিব জন্মশতবর্ষ উদযাপন করছে উপজেলার প্রশাসন ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ