আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ
মুন্সীগঞ্জ লৌহজং মাওয়া শিমুলিয়া সি-বোড ঘাট থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের
অভিযোগ উঠেছে।
সরেজমিনে বুধবার শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, প্রতিটা সি-
বোডে ৩২ জন করে যাত্রী পারাপার করছে। সি-বোডের ভাড়া জনপ্রতি
১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিটা যাত্রীর কাজ থেকে ২০০
টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। প্রতিটা বোটে ১৬০০ টাকা বেশি
আদায় করতেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই রুটে প্রায় ৫০০ সি-
বোড চলাচল করছে।
যাত্রীরা অভিযোগ করে রলেন, এখন ঈদ বা পূজা না কিন্তু আমাদের কাজ
থেকে নির্ধারিত ভাড়া থেকে ৫০ টাকা বেশি আদায় করছেন। আমাদের
যে যাত্রী টিকেট দিচ্ছে সেটাতেও নেই পারাপারের নির্ধারিত কোন
মূল্য।
এ ব্যাপারে বি আই ডব্লিউ টি এর সমুদ্র পরিবহন অধিদপ্তরের ট্রাফিক
ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শাহাদাৎ হোসেন কাছে জানতে
চাইলে তিনি বলেন, সি-বোড আমার আওতায় না এটি বন্দর
কর্মকর্তার আওতায়।
বন্দর কর্মকর্তা মহিউদ্দীন কাছে জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত
ভাড়া আদায়ের বিষয়টি সি-বোড মালিক সমিতি বলতে পারবে। আমার
কাছে এখন কোন এমন অভিযোগ আসেনায়। তবে আমি বিষয়টি
দেখতেছি।
মাওয়া সি-বোট ঘাট বাদিং ও পরিচালক ইজারাদার হাজী মোঃ শাহ্
আলম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার এ ব্যাপারে
জানা নায়। আমি সবসময় ঢাকা থাকি এই জন্য বলতে পারবনা কে বা
কারা অতিরিক্ত ভাড়া আদায় করতেছে।