1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশের ভরে হাঁটে হাবিবা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গুজব ও অপতথ্যরোধে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রমোশন পরিক্ষা অনুষ্ঠিত সংস্কার ও নির্বাচন দুটিই হউক –নির্বাচনটা ঠিক কখন হবে রোডম্যাপ দিলেই দেশের মানুষ কেবল আশ্বস্ত হবে ……………ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার আন্তর্জাতিক শ্রমিক দিবস : ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসামে মাদ্রাসা ছাত্রী সামিয়াকে হত‍্যা করা হয়েছে: সংবাদ সম্মেলনে দাবী পরিবারের শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বাঁশের ভরে হাঁটে হাবিবা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩০১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ সংবাদদাতা:
হাবিবার বয়স তখন তিন বছর। নানির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে ইটনা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। এ সময় সড়ক দুর্ঘটনায় হাবিবার এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। সেই থেকে শুরু কষ্ট নামক গল্পের।

কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের বাদলা গ্রামের মেয়ে হাবিবার বাবার নাম নুরুল আমিন। রিকশা চালিয়ে ও দিনমজুরের কাজ করে পরিবারের ভরণ-পোষণ চালান তিনি।

বাবার বিশ্বাস, তার প্রিয় সন্তানের পাশে কেউ না কেউ অবশ্যই দাঁড়াবে। আবার স্বাভাবিকভাবে হাঁটবে ছয় বছরের একমাত্র সন্তান হাবিবা।

তবে পা হারিয়ে বাঁশে ভর করে হাঁটা সেই শিশু হাবিবাকে নিয়ে প্রতারণায় নেমেছে একটি চক্র। বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশের পর অনেকে তাকে সাহায্যে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করে। তবে ওই চক্রটি প্রকাশিত সংবাদের বিভিন্ন ‘অযাচিত’ মন্তব্য করে ধূম্রজাল সৃষ্টি করছে।

একটি সংগঠনের পক্ষ থেকে হাবিবাকে কৃত্রিম পা দেয়া কিংবা তার সব সমস্যা সমাধান হয়ে গেছে দাবি করা হলেও মূলত এটি প্রতারকদের কাজ বলে জানায় হাবিবার পরিবার।

হাবিবার স্বজনদের দাবি, সাহায্যের কথা বলে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ভাইরাল করলেও তারা একটি বারের জন্যও হাবিবা কিংবা তার পরিবারের খোঁজ নেয়নি।

হাবিবাদের বাড়ি গিয়ে দেখা গেছে, এক টুকরো ছোট্ট বাঁশের চোঙ্গায় কাটা পা ঢুকিয়ে উঠানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে শিশু হাবিবা। বেশিক্ষণ এভাবে হাঁটতে পারে না সে। ব্যথায় চিৎকার করে উঠে।

হাবিবার মা জানান, তাদের দরিদ্র পরিবার। অনেক বেলায় না খেয়ে থাকতে হয় তাদের। গত প্রায় দুই বছর ধরে বাঁশের টুকরোয় ভর করে হাঁটছে মেয়েটি।

তিনি আরও জানান, কিছুদিন আগে কয়েকজন তার মেয়ের ছবি ফেসবুকে দেয়ার পর একটি প্লাস্টিকের পা দেয়া হলেও সেটি ব্যবহার অনুপযোগী। পায়ে প্রচণ্ড ব্যথা হয়। তাই বাঁশের টুকরোই তাদের ভরসা।

পার্শ্ববর্তী গ্রামের কিশোর আল-মাসুদ ভূঁইয়া ইমরানের অভিযোগ- ‘স্থানীয় একটি প্রতারক চক্র একটি ফাউন্ডেশনের নাম করে নিজেরা লাভবান হচ্ছে।’

স্বজনরা জানান, হাবিবার পায়ে অপারেশন করে উন্নত মানের পা লাগালেই তার পক্ষে হাঁটা সম্ভব। এ ব্যাপারে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন হাবিবার স্বজনরা।

বিস্তারিত জানতে হাবিবার মায়ের ফোন নম্বর 01567965370 অথবা তার বাবার ফোন নম্বরে 01810 517 054 যোগাযোগ করা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net