1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশের ভরে হাঁটে হাবিবা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ১০টি হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠান॥ আমি কৃষক মজুর সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি তাই তাদের মুখে হাঁসি ফুটানোর জন্য কাজ করছি — কেয়া চৌধুরী অনুমোদন ছাড়াই চলছে সৈয়দপুরে পুকুর খনন, দেখেও নির্বিকার প্রশাসন চৌদ্দগ্রামে হারল্যান স্টোর এর উদ্বোধন করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি কেন্দ্রীয় শহিদ-মিনার অযত্ন-অবহেলার শিকার রক্ষণাবেক্ষণে স্থায়ী লোক নিয়োগের দাবী। — এমএ বার্নিক ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা নোয়াখালীতে রামচন্দ্র দেবের ৭৫ তম তিরোভাব উৎসবে নিরাপত্তা প্যারেড হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ Daftar Situs Slot Server Thailand Terlengkap Mudah Maxwin খাগড়াছড়ি রামগড়ে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রাউজানে কালবৈশাখীর তান্ডবে উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুৎ খুঁটি 

বাঁশের ভরে হাঁটে হাবিবা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ২১১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ সংবাদদাতা:
হাবিবার বয়স তখন তিন বছর। নানির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে ইটনা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। এ সময় সড়ক দুর্ঘটনায় হাবিবার এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। সেই থেকে শুরু কষ্ট নামক গল্পের।

কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের বাদলা গ্রামের মেয়ে হাবিবার বাবার নাম নুরুল আমিন। রিকশা চালিয়ে ও দিনমজুরের কাজ করে পরিবারের ভরণ-পোষণ চালান তিনি।

বাবার বিশ্বাস, তার প্রিয় সন্তানের পাশে কেউ না কেউ অবশ্যই দাঁড়াবে। আবার স্বাভাবিকভাবে হাঁটবে ছয় বছরের একমাত্র সন্তান হাবিবা।

তবে পা হারিয়ে বাঁশে ভর করে হাঁটা সেই শিশু হাবিবাকে নিয়ে প্রতারণায় নেমেছে একটি চক্র। বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশের পর অনেকে তাকে সাহায্যে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করে। তবে ওই চক্রটি প্রকাশিত সংবাদের বিভিন্ন ‘অযাচিত’ মন্তব্য করে ধূম্রজাল সৃষ্টি করছে।

একটি সংগঠনের পক্ষ থেকে হাবিবাকে কৃত্রিম পা দেয়া কিংবা তার সব সমস্যা সমাধান হয়ে গেছে দাবি করা হলেও মূলত এটি প্রতারকদের কাজ বলে জানায় হাবিবার পরিবার।

হাবিবার স্বজনদের দাবি, সাহায্যের কথা বলে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ভাইরাল করলেও তারা একটি বারের জন্যও হাবিবা কিংবা তার পরিবারের খোঁজ নেয়নি।

হাবিবাদের বাড়ি গিয়ে দেখা গেছে, এক টুকরো ছোট্ট বাঁশের চোঙ্গায় কাটা পা ঢুকিয়ে উঠানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে শিশু হাবিবা। বেশিক্ষণ এভাবে হাঁটতে পারে না সে। ব্যথায় চিৎকার করে উঠে।

হাবিবার মা জানান, তাদের দরিদ্র পরিবার। অনেক বেলায় না খেয়ে থাকতে হয় তাদের। গত প্রায় দুই বছর ধরে বাঁশের টুকরোয় ভর করে হাঁটছে মেয়েটি।

তিনি আরও জানান, কিছুদিন আগে কয়েকজন তার মেয়ের ছবি ফেসবুকে দেয়ার পর একটি প্লাস্টিকের পা দেয়া হলেও সেটি ব্যবহার অনুপযোগী। পায়ে প্রচণ্ড ব্যথা হয়। তাই বাঁশের টুকরোই তাদের ভরসা।

পার্শ্ববর্তী গ্রামের কিশোর আল-মাসুদ ভূঁইয়া ইমরানের অভিযোগ- ‘স্থানীয় একটি প্রতারক চক্র একটি ফাউন্ডেশনের নাম করে নিজেরা লাভবান হচ্ছে।’

স্বজনরা জানান, হাবিবার পায়ে অপারেশন করে উন্নত মানের পা লাগালেই তার পক্ষে হাঁটা সম্ভব। এ ব্যাপারে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন হাবিবার স্বজনরা।

বিস্তারিত জানতে হাবিবার মায়ের ফোন নম্বর 01567965370 অথবা তার বাবার ফোন নম্বরে 01810 517 054 যোগাযোগ করা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম