তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
																
								
                                    
									
                                
							
							 
                    কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ডেন্টিস্ট ডে পালিত হয়েছে। ‘হাসির দ্যুতি ছড়িয়ে দিন সারাদিন’ এই স্লোগানে কিশোরগঞ্জ ডেন্টাল সার্জনস ফোরাম এই শোভাযাত্রার আয়োজন করে।
শনিবার (৬ মার্চ) সকালে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. মো. হেলাল উদ্দিন, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল ওয়াহাব বাদল, কিশোরগঞ্জ ডেন্টাল সার্জনস ফোরামের সহ-সভাপতি ডা. এবি এম সাইফুল হুদা, সাধারণ সম্পাদক ডা. নৌশাদ কায়সার পাঠান এবং সাংগঠনিক সম্পাদক ডা. ফারুক আহমেদ।
এতে জেলায় কর্মরত সরকারি-বেসরকারি ডেন্টাল সার্জনগণ অংশগ্রহণ করেন।