1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাকরির প্রলোভন দেখি হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি গ্যাংঃ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ মে ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ১০টি হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠান॥ আমি কৃষক মজুর সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি তাই তাদের মুখে হাঁসি ফুটানোর জন্য কাজ করছি — কেয়া চৌধুরী অনুমোদন ছাড়াই চলছে সৈয়দপুরে পুকুর খনন, দেখেও নির্বিকার প্রশাসন চৌদ্দগ্রামে হারল্যান স্টোর এর উদ্বোধন করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি কেন্দ্রীয় শহিদ-মিনার অযত্ন-অবহেলার শিকার রক্ষণাবেক্ষণে স্থায়ী লোক নিয়োগের দাবী। — এমএ বার্নিক ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা নোয়াখালীতে রামচন্দ্র দেবের ৭৫ তম তিরোভাব উৎসবে নিরাপত্তা প্যারেড হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ Daftar Situs Slot Server Thailand Terlengkap Mudah Maxwin খাগড়াছড়ি রামগড়ে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রাউজানে কালবৈশাখীর তান্ডবে উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুৎ খুঁটি 

চাকরির প্রলোভন দেখি হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি গ্যাংঃ

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২৮৯ বার

বেকারত্বের সুযোগ নিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা একটি দুষ্টচক্র গ্যাং।চট্টগ্রামসহ দেশব্যাপী এই গ্যাং এর হাতে প্রতারিত হচ্ছে অসংখ্য বেকার কিশোর- কিশোরী।
এমনি কিছু ব্যক্তির কথা জানা গেছে যারা চাকরি পাওয়ার আশংকায় ১৪-১৫ হাজার টাকা দিয়ে প্রতারিত হয়েছে।চট্টগ্রাম নগরীর সানজিদা নামক এক মেয়ের কাছ থেকে ১৫০০০ টাকা নিয়েছে বলে জানা গেছে এবং আরো একটি মেয়ের কাছ থেকে ১৪০০০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায় চট্টগ্রামের হালিশহর সূর্যের হাসি ব্রাঞ্চ অফিস কর্মকর্তারা।

তারা বলেন,বিগত কয়েকদিন যাবত অনেক ছেলে মেয়ে ভূয়া নিয়োগ পএ ও বিভিন্ন কাগজপএ নিয়ে এসেছে তারা নাকি একেক জন ১০ -১৪ হাজার টাকা দিয়েছে।কিন্তু সূর্যের হাসি ক্লিনিকে কোন নিয়োগ প্রকাশ করেনি এগুলো ভূয়া।
উল্লেখ্য যে, গত কিছুদিন যাবত বিভিন্ন এনজিও-র নাম করে ফোন দিয়ে টাকা চায়ছে।

বিভিন্ন এনজিও এর নামে ভূয়া নিয়োগ বিজ্ঞাপন তৈরি করে “চাকরির খবর” পএিকা এবং বিভিন্ন অনলাইন জব পেইজের মাধ্যমে প্রচার করছে।উক্ত নিয়োগ দেখে আবেদন করার পর ফোন দিয়ে রেজিষ্ট্রেশন ফি সহ অন্যান্য ফি বাবদ ১৪০০০ -১৫০০০ টাকা চায় এবং আপনাকে বাছায় করা হয়েছে আপনার চাকরি হয়ে যাবে নিয়োগপএ পাঠাবে এই বলে টাকা হাতিয়ে নিচ্ছে।
এমনি একটি এনজিও “সূর্যের হাসি ক্লিনিক”নামে এসব প্রচারণা চালালে অএ প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজারে কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি ভূয়া বলে নিশ্চিত করেন।
শুধু সূর্যের হাসি ক্লিনিকের নামে নয় ” “পল্লী জাগরণ ফাউন্ডেশন “এর নামেও এই গ্যাংটি বিভিন্ন ব্যক্তিদের ফোন করে টাকা চেয়েছে বলে জানা যায়।

এমতবস্থায় প্রশাসনের সুদৃষ্টি না দিলে তারা আরো বড় ধরনের অপরাধে লিপ্ত হতে পারে এবং অসহায় বেকার কিশোর-কিশোরী চাকরি পাবার আশায় এই ভাবে আরো বেশি প্রতারিত হবে। তাদের কয়েকটি নাম্বার দেওয়া হল- ০১৭৫৮-৪৯১৬২৯,০১৭১৫-৯২৬০৩৩,০১৯৭১২৫৫৮১৩।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম