1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা নৈশ প্রহরিকে বেধে ডাকাতির চেষ্ট! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ২ লাখ টাকা জরিমানা জুবায়ের রহমান চৌধুরী প্রধানবিচারপতি হয়ে ওঠার স্মৃতি : অধ্যাপক এম এ বার্ণিক সোনারগাঁয়ে এনসিপির যুবসংগঠনের নেতাদের হত্যার হুমকি: থানায় জিডি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি গণতন্ত্রের প্রত্যাবর্তন: মো. আবদুস সবুর কুয়েতে চৌদ্দগ্রামের যুবকের রহস্যজনক মৃত্যু প্রতিবেশি কর্তৃক পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের সেনবাগে ফাদার্স এইড বাংলাদেশের বৃত্তি সম্পন্ন  মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী (সিআইপি) সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত ঈদগাঁওয়ে জনতার ধাওয়ায় ডাকাতদলের পলায়ন, পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, উদ্ধার -৩ ঈদগাঁওয়ে শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারী মুফিজের নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন 

মাগুরা নৈশ প্রহরিকে বেধে ডাকাতির চেষ্ট!

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ২২৪ বার

মাগুরা শহরের জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সিদ্দিকীয়া মাদ্রাসা মার্কেটে রূপালী ব্যাংকের নিচতলায় দুই নৈশ প্রহরীকে বেঁধে রেখে গতকাল গভীর রাতে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় একজন নৈশ প্রহরী আহত হন। এ ঘটনায় পুলিশ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে সদর থানা পুুলিশ এটিকে নিছক চুরির ঘটনা বলে উল্লেখ করছে।
জানা গেছে- সোমবার রাত ২টার দিকে সিদ্দিকীয়া ও ডিসি অফিস মার্কেটের নৈশ প্রহরী গফফার বিশ্বাস ও মন্নুকে হাত, পা ও মুখ বেঁধে ফেলে ডাকাতরা। ডাকাতদল নৈশ প্রহরী মন্নুর মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। সে বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ সময় ডকাতদল জেলা প্রশাসকের কার্যালয়ের দেয়াল সংলগ্ন সিদ্দিকীয়া মার্কেটের রূপালী ব্যাংকের নিচতলায় কামরুল ইসলামের সাইকেল পার্টস, ইজি বাইক ও ব্যাটারীর দোকানের সামনে দুটি পিকআপ ভ্যান দাঁড় করিয়ে ২৩টি তালাকেটে দোকানে ঢুকে পড়ে। তারা সিসি ক্যামেরাগুলি উল্টিয়ে রাখে। ইতিমধ্যে নৈশপ্রহরী গফফর কৌশলে বাঁধন খুলে পাশে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারির দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের খবর দিলে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হলে ডাকাতরা পিকআপ ভ্যান চালিয়ে দ্রুত সটকে পড়ে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী কামরুল ইসলাম জানান- ইতিপূর্বেও তার দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। শহরের প্রাণকেন্দ্রে একটি ব্যাংকের নিচতলা থেকে বারবার এ ধরনের ভয়াবহ ঘটনা ঘটতে থাকায় তারা ব্যবসা বাণিজ্য নিয়ে উৎকন্ঠায় রয়েছেন।

নৈশ প্রহরী গফফর বিশ্বাস জানান- তাদের দুজনকে বেঁধেরেখে এখানে তালা কাটার সময় শহরে পুলিশের টহল গাড়ি চলছিল। তাদের চোখ এড়িয়ে কিভাবে রাস্তার পাশেই এমন ভয়াবহ ঘটনা ডাকাতরা ঘটাতে পারলো তিনি বুঝতে পারছেন না। ভাগ্যক্রমে তিনি বাঁধন খুলতে পারায় ও পাশেই ট্রেজারির পুলিশ সদস্যরা থাকায় ভয়াবহ ক্ষতির হাত থেকে বাঁচতে পারলেন ব্যবসায়ী কামরুল।
তবে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ বিষয়টিকে চুরির চেষ্টা হিসেবে দাবী করে প্রথমে পিকআপ ভ্যান জব্দের বিষয়টি তিনি জানেন না বলেন। পরবর্তীতে তিনি একটি পিকআপভ্যান পুুলিশ লাইনে জব্দ আছে বলে সাংবাদিকদের জানান।
মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান- ঘটনা জানার পরপরই পুলিশের টহল গাড়ি পিকআপ ভ্যানটিকে তাড়া করে আটক করে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net