সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
নরসিংদী পৌরসভার ১১৩ম মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন নব-নির্বাচিত মেয়র আমজাদ হোসেন বাচ্চু,।
মঙ্গলবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে এই শপথ বাক্য পাঠ করান কমিশনার মোঃ খলিলুর রহমান। গত ১৪ই ফেব্রুয়ারি নরসিংদী পৌরসভা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন অনিয়মের কারনে ঐ দিন ৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরবর্তীতে ২৮ই ফেব্রুয়ারী স্থগিত ৪ কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগে গেজেট স্থগিত ও পুনরায় নির্বাচনের জন্য উচ্চ আদালতে মামলা দায়ের করে বিদ্রোহী প্রার্থী এস.এম. কাইয়ূম। আদালত সে আবদেন খারিজ করলে গেজেট প্রকাশের আর কোন আইনি বাধা থাকেনি। গত ৪ এপ্রিল নরসিংদী পৌর নির্বাচনের বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের গেজেটে প্রকাশিত হয়।
দায়িত্ব গ্রহণ করা নতুন পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু পৌরবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলে মত প্রকাশ করেছেন।