1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্বের ইতিহাসে নজির স্হাপন করেছে সাভারের রানা প্লাজা ট্রাজেডির শ্রমিক হত্যার বিচার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন- মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে জুলাই শহীদদের গল্প: মাহমুদুর রহমান বাংলাদেশ কল্যান পর্টির মহাসচিব, বিএফইউজের নির্বাহী সদস্য মুহা. আবু হানিফের কন্যার অভাবনীয় সাফল্য মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখে শেখ হাসিনা: টেলিগ্রাফ শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩০ ইউনিট জুলাই সনদে’ এনসিপি স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক- মির্জা ফখরুল এনসিপি ছাড়াই জুলাই সনদ স্বাক্ষর জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত না হলে সই করবে না এনসিপি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

বিশ্বের ইতিহাসে নজির স্হাপন করেছে সাভারের রানা প্লাজা ট্রাজেডির শ্রমিক হত্যার বিচার

বিশেষ প্রতিবেদক ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৪৭ বার

বিশ্বের ইতিহাসে নজির স্হাপন করেছে সাভারের রানা প্লাজা ট্রাজেডির শ্রমিক হত্যার বিচার। সাভারের রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে শ্রমিক নেতারা বলেছেন, রানা প্লাজা ট্রাজেডির দীর্ঘ প্রায় একযুগ হয়ে গেলেও রানা প্লাজা ধসে নিহত এক হাজার ১১৩৮ জন শ্রমিকের কোনো বিচার হয়নি আজও। নির্মম এ হত্যা ইতিহাসের পাতায় বাংলাদেশের এ পর্যন্ত সব ট্রাজেডির উর্ধ্বে। এই ঘটনার অভিযোগপত্র দিতেই পার হয়েছে তিন বছর। শ্রমিকরা আরও বলেন, ভবন মালিক সোহেল রানা ব্যতীত অভিযোগপত্রের ৪১ জন আসামির আর কেউ কারাগারে নেই। শ্রমিক হত্যার জন্য এদেশে কোনো শাস্তি পেতে হয় না, রানা প্লাজায় শ্রমিক হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বিশ্বের মানুষকে তাক লাগিয়ে বিশ্বে নজিরবিহীন বিচার হীনতাই তারই উদাহরণ।

২৪এপ্রিল রোজ শনিবার সকালে রানা প্লাজা শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনার আট বছর পূর্তিতে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত শহীদদের প্রতি সম্মান জানানো হয়। সকাল ৯টায় বিভিন্ন শ্রমিক সংগঠন ও নিহত, আহত পরিবারের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের দাবী দাওয়া তুলে ধরেন, তারই অংশ হিসেবে অনলাইন মিডিয়া শ্যামল বাংলা টিভি’র লাইভে এসে বলেন, বিচারহীনতার এই ধরনের দৃষ্টান্তের জন্যই স্বাধীনতার ৫০ বছরে এসে আট ঘণ্টা কাজ, বকেয়া বেতনের দাবি করায় শ্রমিকদের গুলি করে হত্যা করার মতো ঘটনা ঘটেছে। তারা রানা প্লাজার ধসসহ কর্মক্ষেত্রে শ্রমিক হত্যার জন্য দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি করেন।
নেতারা কর্মক্ষেত্রের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরতে ২৪ এপ্রিলকে রাষ্ট্রীয়ভাবে ’গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণা এবং শ্রম আইনের ক্ষতিপূরণ সংশ্লিষ্ট ধারাটি সংশোধন করে কর্মক্ষেত্রে মালিকের অবহেলাজনিত কারণে শ্রমিকের মৃত্যুতে আইএলও কনভেনশন ১২১ অনুসারে আজীবন আয়ের পরিমাপে ক্ষতিপূরণ দেয়ার বিধানযুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net