শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সদর শাখার ব্যবস্থাপনায় মহান ২২শে চৈত্র হযরত শাহ্সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক:)’র পবিত্র ওরশ শরীফ উপলক্ষে সংগৃহীত হাদিয়া গাউসিয়া হক মমঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইভাণ্ডারীর নির্দেশক্রমে করোনাকালীন পর্যুদস্ত অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১৩ এপ্রিল মঙ্গলবার বিকেলে রাউজান পৌর ভবনে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সদর শাখার সভাপতি সাদিকুজ্জামান শফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়কারী জাকের হোসেন মাষ্টার, সাবেক সভাপতি খোরশেদুল আলম, আ.লীগ নেতা মুসলেম উদ্দিন, আবুল মনছুরসহ অনেকেই।