লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
বিজিবি কর্তৃক লালমনিরহাটে জনকন্ঠ ও বাসসের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহিন কে দড়ি দিয়ে বেধে নির্যাতন ও ফেনসিডিল দিয়ে গ্রেফতারের প্রতিবাদে শনিবার সকালে জেলার মিশন মোড়ে ঘন্টাব্যাপী এক মৌন মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যেগে অনুষ্ঠিত এ মানববন্ধনে সিনিয়র সাংবাদিক আব্দুর রব সুজন, আবু হাসনাত রানা, আহমেদুর রহমান মুকুল, জাহিদ হোসেন ও এস দিলীপ রায় সহ লালমনিরহাট জেলায় কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ সময় অবিলম্বে দায়ী জেলা সদরের কুলাঘাট বিশেষ বিজিবি ক্যাম্পের কমান্ডার আনোয়ার হোসেন এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সাংবাদিকরা।
উল্লেখ যে শুক্রবার রাতে সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহিন কে কুলাঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা সন্দেহবশত আটক করে। এ সময় তারা এক বোতল ফেনসিডিল দিয়ে হাতে ও কোমরে রশি বেধে বেধড়ক মারপিট করে লালমনিরহাট সদর থানায় প্রেরণ করে এবং একটি মামলা দায়ের করে। এদিকে এ ঘটনায় জেলা জুড়ে সাংবাদিক ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সকলেই অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান।