1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হারবাংয়ে ৪২লাখ টাকা বরাদ্দে রাস্তার সংস্কার কাজে ব্যাপক অনিয়ম : উঠে যাচ্ছে কার্পেটিং! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ মে ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ! ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নিম্নমানের ইট ও খোয়া দিয়ে চলছে রাস্তা নির্মাণ কাজ ! চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার থানায় অভিযোগ চন্দনাইশে হেফজখানার শিক্ষার্থীকে প্রহার করেছে শিক্ষক চন্দনাইশ হাজীর পাড়া পিতা-মাতার কবরের পাশে সায়িত হলেন তিনি ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ! ক্ষমতার দাপটে অফিস করছেন সাসপেন্ড প্রকৌশলী দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানা হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেতা কর্মীগণ ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন

হারবাংয়ে ৪২লাখ টাকা বরাদ্দে রাস্তার সংস্কার কাজে ব্যাপক অনিয়ম : উঠে যাচ্ছে কার্পেটিং!

স্টাফ রিপোর্টার :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৫৪৬ বার

হারবাংয়ে ব্যাপক অনিয়মের মাধ্যমে সংস্কার কাজের সদ্য সমাপ্ত হওয়ার একদিন পর উঠে যাচ্ছে ৪২লাখ টাকা বরাদ্দে পৌঁনে ১কিলোমিটার রাস্তার কার্পেটিং। টেকসইয়ের জন্য কার্পেটিং কাজে ব্যবহার উপযোগি প্রয়োজনীয় উপকরণের যথাযথ প্রয়োগ হয়নি বলে দাবি স্থানীয় জনসাধারণের। রোববার (১৮এপ্রিল) দুপুরে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ভুক্তভোগি এলাকাবাসীসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

ক্ষোভ প্রকাশ করে তারা জানান, হারবাং ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন ৪নং ওয়ার্ড যাতায়াতের অনুপযোগি গোদারপাড়া-মাস্টারপাড়া সড়কটি দীর্ঘদিন পর সংস্কার কাজ শুরু হয়। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অধীনে ৪২লাখ টাকা ব্যয়ে শনিবার (১৭এপ্রিল) কাজ সম্পন্ন করে। এ কাজ সার্বিক দেখভালের দায়িত্ব পান কাকারা ইউনিয়নের জনৈক ঠিকাদার সাহাব উদ্দিন।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের ব্যাপক দুর্নীতির কারণে সংস্কার কাজটি খুবই নিম্নমানের হয়েছে। যা সন্তোষজনক নয়। কাজ সম্পন্ন হওয়ার গত ২৪ঘণ্টার ব্যবধানে একদিন পার না হতেই জনসাধারণের যাতায়াতেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। বিভিন্নস্থানে খানা-খন্দকেরও সৃষ্টি হয়েছে। বর্তমানে দুর্ঘটনা রোধে ভারবাহী পরিবহন চালাতেও সাবধানতা অবলম্বন করতে সংশ্লিষ্ট চালকদের। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে এসব কার্পেটিং ধুয়ে মুছে চলাচলের অযোগ্য হয়ে যাবে রাস্তাটি এমন শংকা প্রকাশ করেছেন এলাকাবাসী। কোনভাবেই কর্মসম্পাদন নীতির তোয়াক্কা করা হয়নি বলে দাবি করেন তারা। তাই রাস্তার সংস্কার কাজটি পুনরায় টেকসই করতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগি জনসাধারণ।

স্থানীয়রা আরো জানান, কাজ চলাকালীন সময়ে সংশ্লিষ্টদের কাছে নিম্নমানের হওয়ার বিষয়টি অবগত করা হলে; দায়িত্বরত ব্যক্তিবর্গ উর্ধ্বতন মহলে জানানোর পরামর্শ দেন। এরপর বিষয়টি উপজেলা প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করা হলে; তিনিও হালকাভাবে নিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা করে বলেন, “যাদের কাজ, তাদের ঠিকমতো করতে দিন” বাকিটা দেখা যাবে! বলে উল্লেখ করে এড়িয়ে যান।

এদিকে ব্যাপক অনিয়ম দুর্নীতির মাধ্যমে সড়কটির সংস্কার কাজ দায়সারা গোছের হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান জহির উদ্দির মোহাম্মদ বাবর ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী কমল কান্তি পালের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net