শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
 
																
								
                                    
									
                                 
							
							 
                    চট্টগ্রামের রাউজানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় । রাউজান থানা পুলিশের সহায়তায় গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে রাউজান পৌর এলাকার জলিল নগর বাস ষ্টেশনে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করায় দুইজনকে ২ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাওয়ার পরিবেশন করায় আজমীর হোটেলকে ৫ হাজার টাকা, সড়ক পরিবহন আইনে ২জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।