মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লার তিতাস প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে গেইট সংলগ্ন হোমনা টু গৌরীপুর সড়কে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, তিতাস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসলাম।
এ সময় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন বলেন, ‘দেশে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ বৃদ্ধির পর সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের এই আয়োজন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজ এক হাজার পথচারীকে মাস্ক বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ কর্মসূচি অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- তিতাস প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এ ডিউক, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সৈকত, সাংগঠনিক সম্পাদক সজিব আহমেদ সাদ্দাম, প্রচার সম্পাদক জুয়েল রানা, সাংবাদিক রাসেল ও কাইমুল ইসলাম প্রমূখ।