লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট
সোমবার ২৬ এপ্রিল সকাল ১১ ঘটিকায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ প্রাঙ্গনে, প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে কাতার চ্যারিটির আর্থিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০০টি দরিদ্র, অসহায়, এতিম ,প্রতিবন্ধী পরিবারের মাঝে ০১ মাসের রমাদান ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমটি সম্পন্ন করেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার চ্যারিটি হেড অফিস প্রতিনিধি আবু সাঈদ, সুপারভাইজার মোঃ আতিকুর রহমান, পিএফ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ সহ সাংবাদিক, জনপ্রতিনিধি ,উপকারভোগী ও পিএফ এর ভলান্টিয়ার এবং কর্মীগন প্রমুখ। উক্ত প্যাকেজে ২৫ কেজি মিনিকেট চাউল, ৫লিটার সয়াবিন তেল,৩ কেজি মসুর কালাই, ৩ কেজি ছোলা,২ কেজি চিনি, ২ কেজি পিয়াজ, ১ কেজি লবণ , ১.৫ কেজি উন্নত মানের খেজুর সম্মিলিত একটি করে প্যাকেজ প্রত্যকের মাঝে বিতরন করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের কিছু প্রামাণ্যচিত্র। এলাকাবাসী দেখে সংস্হাটির প্রশংসা ছড়িয়েছেন।