1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুলিশ-শ্রমিক সংঘর্ষে বাঁশখালী কয়লাবিদ্যুৎ কেন্দ্র রণক্ষেত্র: নিহত ৫ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওতে ৫ ইউনিয়নের নির্বাচন কাল এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল; অভিযোগ সাবেক নেতাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য নামাজ আদায় রাউজানে হক কমিটির উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ ঠাকুরগাঁওয়ে সবজি উৎপাদন বেশি হওয়ায় কম দামে বিক্রি কুবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু Videojuego oficial de Fortune Jet 1win ঠাকুরগাঁওয়ে ভেলাজান আনছারিয়া ফাজিল মাদ্রাসা আদালতের নির্দেশ অমান্য করে নিয়োগ পরীক্ষা ! হক কমিটির উদ্যোগে রাউজানে প্রচন্ড তাপদাহের মধ্যে পথচারী ও শ্রমজীবি মানুষের শরবত বিতরন তিতাসে তীব্র তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন মু. দেলোয়ার হোসেন পলাশ

পুলিশ-শ্রমিক সংঘর্ষে বাঁশখালী কয়লাবিদ্যুৎ কেন্দ্র রণক্ষেত্র: নিহত ৫

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ১২৭ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে নির্মিতব্য কয়লা বিদ্যুৎ প্রকল্প কেন্দ্রে বেতন-ভাতার দাবীতে বিক্ষুব্ধ শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। মুহূর্তেই পুলিশ-শ্রমিকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো প্রকল্প এলাকায় জুড়ে। সংঘর্ষে এ পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে ৫ জন নিহত হয়েছেন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সওগাতুল ফেরদৌস বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় অনেককে আনা হয়েছিল। এর মধ্যে ৪ জন মারা গেছেন। নিহত ৪ জন হলেন- মোহাম্মদ রাহাত (২৫), রনি (২২), শুভ (২৪), আহমদ রেজা মীর খান (১৮)। চার জনই কয়লাবিদ্যুৎ প্রকল্পের শ্রমিক। এ ঘটনায় গুরুতর আহত গুলিবিদ্ধ ১২ জন শ্রমিকের অবস্থা আশংকাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই চিকিৎসক।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মু. হাবিবুল্লাহ্ (১৯) নামের একজন মারা যান। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিৎ করেন।

স্থানীয় বেসরকারী হাসপাতালে খবর নিয়ে জানা যায় ২৫-৩০ জনের অধিক শ্রমিক সংঘর্ষের ঘটনায় আহত হয়ে চিকিৎসা নেন।

স্থানীয় ও নিহত শ্রমিকের পরিবার সূত্রে জানা যায়, ‘কয়লা বিদ্যুৎ প্রকল্পে কাজ করা শ্রমিকেরা পবিত্র রমজান মাস উপলক্ষে নামাযের জন্য বিরতী দেওয়া, কর্মঘন্টা কমিয়ে আনা, প্রতি ঘন্টা বেতন ৫০ টাকার স্থলে ৬০ টাকা করে বাড়ানো, থাকা ও খাওয়া-দাওয়ার সু-ব্যবস্থার দাবী জানালে তাদের দাবী না মানিয়ে উল্টো চাকরি থেকে ছাঁটাই করা ও বেতন কেটে রাখার হুমকী দেওয়াতে শ্রমিকদের উপর পুলিশ নির্বিচারে গোলাবর্ষণ করে। আহত শ্রমিকদের দাবী, পুলিশের সাথে স্থানীয় সন্ত্রাসীরাও শ্রমিকদের উপর চড়াও হয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটায়।’

গত শনিবার (১৭ এপ্রিল) সকাল ৯ টার দিকে কয়লা বিদ্যুৎ প্রকল্পে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ও নিহতের খবরে পুরো কয়লা বিদ্যুৎ প্রকল্প জুড়ে হাজার হাজার লোকজন জড়ো হতে দেখা যায়। সংঘটিত ঘটনায় স্বজনেরা আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসার পথে বাঁধা দেওয়ার অভিযোগ তুলে পুলিশের বিরোদ্ধে।

এঘটনায় এলাকার পরিস্থিতি যে কোন মুহূর্তে আরো ভয়াবহ রুপ ধারণ করবে বলে আশংকা প্রকাশ করছে স্থানীয়রা। কয়লাবিদ্যুৎ প্রকল্পে থাকা শ্রমিকেরা জীবনের নিরাপত্তার কথা ভেবে কর্মস্থল পরিত্যা করেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, প্রথমে এস. আলম বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পরে উস্কানী দিয়ে আশে পাশের গ্রামবাসীকে এতে সম্পৃক্ত করা হয়। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’

এদিকে কয়লা বিদ্যুৎ কেন্দ্র ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ও নিহত শ্রমিকের স্বজনদের আর্তচিৎকারে পুরো পরিবেশ ভারি হয়ে উঠেছে। পুরো এলাকা জুড়ে এখন আতংক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম