1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে মুরগির খামার ব্যবসায়ীকে গুলি-পৌর কাউন্সিলরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন

রাউজানে মুরগির খামার ব্যবসায়ীকে গুলি-পৌর কাউন্সিলরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ১০১ বার

চট্টগ্রামের রাউজানে সাইফুদ্দিন খান সাবু (৪৯) নামের এক মুরগির খামার ব্যবসায়ীর পায়ে গুলি করার অভিযোগে পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর আলীকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে হত্যাচেষ্টার অভিযোগ এনে রাউজান থানায় মামলা করেন গুলিবিদ্ধ ব্যবসায়ীর ছোট ভাই রাউজান পৌর যুবলীগের সি.সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন। মামলায় কাউন্সিলর আলমগীর আলী ও তার দুই ভাই রাশেদ আলী, এরশাদ আলীসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে। পৌর ১ নম্বর ওয়ার্ডের শেখ ইব্রাহিম জামে মসজিদ পরিচালনা নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার দুপুর বিকেল দেড়টার দিকে সাইফুদ্দিন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ সাইফুদ্দিন খান ওই এলাকার মৃত মুজিবুল হকের ছেলে ও রাউজান পৌর যুবলীগের সি. সহ সভাপতি আব্দু্ল্লাহ আল মামুনের বড় ভাই। আব্দু্ল্লাহ আল মামুন বলেন,আমার সামনেই কাউন্সিলর আলমগীর আলী তার দুই ভাই রাশেদ আলী ও এরশাদ আলীকে নিয়ে আমার বড় ভাই সাইফুদ্দিনের পায়ে গুলি করেন। কাউন্সিলর আলমগীর আলী সাথে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গুলি করার বিষয়টি অস্বীকার করে কাউন্সিলর আলমগীর আলী বলেন, কিছু লোক মসজিদের উন্নয়নকাজে বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক ব্যক্তি আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছেন। তবে কোনো গোলাগুলি ঘটনা ঘটেনি।গোলাগুলির ঘটনাটি বানানো কথা। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ‘পশ্চিম গহিরায় একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পৌর যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে পৌর কাউন্সিলর আলমগীর আলীসহ আটজনকে আসামি করে মামলা করেছেন। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম