1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতিবন্ধী জায়গা জবরদখল সন্ত্রাসী কর্মকান্ডে প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

প্রতিবন্ধী জায়গা জবরদখল সন্ত্রাসী কর্মকান্ডে প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম আর আমিন, চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২০৩ বার

নগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব মোহরায় প্রতিবন্ধী ও বিধবার জায়গা দখল, প্রতিবাদকারীদের উপর ও মসজিদে হামলা এবং মিথ্যা মামলা ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবিতে আজ ২৫ মে মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য মোঃ সাইফুদ্দিন বলেন, আমি চট্টগ্রাম বিশ্বদ্যালয়ে অর্থনীতি বিভাগ হতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করি।কর্মী মানবাধিকার।

তিনি জানান , স্থানীয় প্রতিবন্ধী মোঃ ইসমাইল আমার ফুফাতো ভাই হয়। মামলার অভিযুক্ত আসামীরা প্রতিবন্ধী ইসমাইলের সম্পত্তি দখলে নেওয়ার পায়তারা করলে আমার বড় ভাই প্রতিবাদ করেন। আসামীগণ আমার পরিবারের প্রতি ক্ষিপ্ত হয় এবং যে কোনো ভাবে ক্ষতি করার হীন চক্রান্তে লিপ্ত থাকে। সে ঘটনার আক্রোশে পবিত্র মাহে রমজানে ঈদের ঠিক দুই আগে আমি এবং আমার পরিবারের প্রতি অভিযুক্ত সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে উঠে এবং আমাদের পরিবারের প্রতিবাদের কারনে প্রতিবন্ধী ইসমাইল ও একজন বিধবার ভূমি দখল করতে পারেনি বিধায় আমাদের উপর হামলার পরিকল্পনা করে হামলা করেন।

সোলাইমান মহিউদ্দিনসহ সন্ত্রাসীরা আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে আহত করে। এক পর্যায়ে মহিউদ্দিনের হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় বাড়ি মারলে তা হাত দিয়ে ঠেকাতে গিয়ে আমার ডান হাতের কব্জি বরাবর লেগে দুই টুকরা হয়ে যায়।

সন্ধ্যা তারাবীর নামাজের পরে আমার বাবা মোঃ মুছা (৭০) পূর্ব মোহরা জামে মসজিদে প্রবেশ করে আব্দুল্লাহ আল নোমান কিরিচ, লাঠি ও লোহার রড নিয়ে মারধর শুরু করে এবং কিরিচ দিয়ে আমার বাবাকে কোপ মারলে তা লক্ষভ্রষ্ট হয়ে বাম কাঁধে লাগে এবং গুরুতর জখম প্রাপ্ত হয় ও হাঁড় ভেঙ্গে যায়,
আমার বাবার আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসলে আমার বাবা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায়।

এ ঘটনায় (১) মোঃ সোলাইমান (৪৮), পিতা: মরহুম নুরুল হক, (২) মোঃ মহিউদ্দিন (২৮), পিতা: মরহুম সৈয়দ আহমদ, (৩) আবদুল্লাহ আল নোমান (২৬), পিতা: মোঃ সোলাইমান কে আসামী করে বিজ্ঞ চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত, চট্টগ্রাম বরাবরে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- সিআর ২৬০/২১ (চান্দগাঁও), সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এই ঘটনার অপরাধীদের বিচার দাবী জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net