মুহা. ফখরুদ্দীন ইমন, কুমিল্লা (চৌদ্দগ্রাম) প্রতিনিধি: প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা, নির্যাতন, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে মানববন্ধন অনুুিষ্ঠত হয়েছে।
বুধবার (১৯ মে) দুপুরে চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মো: মনোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিনু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মনির উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেন নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. এ হাসান, সদস্য মো: আনিসুর রহমান ও মো: জসিম উদ্দীন নিলয় প্রমূখ।
মানববন্ধনে একাত্ত্বতা প্রকাশ করে অংশ গ্রহণ করেন প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানীর তাকাফুল এখলাস প্রকল্পের ডিভিশনাল কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম, হোমিও ডা: শাকিল ইকবাল, সাংবাদিক খোরশেদ আলম।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।