1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে সরকারি বিধি ভঙ্গ করে ম্যানুয়েল পদ্ধতিতে দরপত্র - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জের হারভেস্টার নেত্রকোনায় ২৪ ঘন্টার মধ্যে ফেরত আসার নির্দেশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাল ভোট দেওয়ায় ১ জন যুবক আটক ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাল ভোট দেওয়ার চেষ্টা, যুবকের ৭ দিনের কারাদণ্ড ! নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: চৌদ্দগ্রামে নিজঘরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত নবীগঞ্জে ১০টি হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠান॥ আমি কৃষক মজুর সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি তাই তাদের মুখে হাঁসি ফুটানোর জন্য কাজ করছি — কেয়া চৌধুরী অনুমোদন ছাড়াই চলছে সৈয়দপুরে পুকুর খনন, দেখেও নির্বিকার প্রশাসন চৌদ্দগ্রামে হারল্যান স্টোর এর উদ্বোধন করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি কেন্দ্রীয় শহিদ-মিনার অযত্ন-অবহেলার শিকার রক্ষণাবেক্ষণে স্থায়ী লোক নিয়োগের দাবী। — এমএ বার্নিক ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

লালমনিরহাটে সরকারি বিধি ভঙ্গ করে ম্যানুয়েল পদ্ধতিতে দরপত্র

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৯৯ বার

সরকারি বিধি উপেক্ষা করে সপ্তাহ-খানেক আগে লালমনিরহাটে ই-জিপির (ইলেকট্রনিক গর্ভমেন্ট প্রকিউরমেন্ট) বদলে ‘ম্যানুয়েল’ পদ্ধতিতে প্রায় সাড়ে ১৩ কোটি টাকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দরপত্র কার্যক্রমের রেশ না কাটতেই আরও একটি কারসাজির ঘটনা ঘটেছে ওই দপ্তরটির। এবার ই-জিপিতে দরপত্র আহব্বান করা হলেও লটারি অনুষ্ঠিত হয়েছে ম্যানুয়েল বা সনাতন পদ্ধতিতে। ওই পদ্ধতিতে প্রায় আড়াই কোটি টাকার দুটি দরপত্রের বিপরীতে লটারি করে কাজগুলো ‘ভাগাভাগি’ করা হয়েছে। এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী দরপত্র দুটি আহব্বান করেছিলেন।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা পরিষদ হলরুমে ওই লটারি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট প্রকৌশলী ‘বিধি মোতাবেক লটারির’ দাবি করলেও তার উর্দ্ধতন কর্মকর্তা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিউ) এটিকে ‘অনিয়ম’ হিসাবে ব্যাখা করেছেন। অভিযোগ উঠেছে, ওই দরপত্রে যাতে বেশি সংখ্যক ঠিকাদার অংশগ্রহণ করতে না পারে এবং লালমনিরহাট শহর ও সদর উপজেলার অল্পকিছু ঠিকাদার যাতে কাজগুলো পায় সেজন্য দরপত্র আহব্বান থেকে লটারি পর্যন্ত নানা কৌশল গ্রহণ করা হয়েছিল। সদর উপজেলা এলজিইডি সূত্র জানায়, গত ৪ মে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় লালমনিরহাট সদর উপজেলায় কালভার্ট, এচই বিবি রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানের তোড়ণ নির্মাণসহ ২২টি বিভিন্ন কাজের জন্য ই-জিপিতে দরপত্র আহব্বান করেন উপজেলা প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান। এসব কাজের প্রাক্কালিত ব্যয় ধরা হয়েছে ৯৯ লাখ ৬৯ হাজার টাকা। অপরদিকে একই দিন অপর ২৯টি কাজের জন্য পৃথক একটি দরপত্র আহব্বান করা হয় যার প্রাক্কালিত ব্যয় এক কোটি ৩২ লাখ টাকা। দরপত্র কমিটির আহব্বায়ক হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সদস্য সচিব উপজেলা প্রকৌশলী এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছেন অনুমোদনকারী।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই দরপত্র দুটির বিজ্ঞপ্তি যথারীতি পত্রিকায় প্রকাশ করা হলেও ই-জিপি আইডি কৌশলে প্রকাশ করা হয়নি। দরপত্র দুটি খোলার জন্য গত ২০ মে নির্ধারিত থাকলেও তা খোলা হয়েছে গতকাল মঙ্গলবার। সবচেয়ে বড় অনিয়ম করা হয়েছে, বিধি মোতাবেক ই-জিপিতে অংশ নেওয়া ঠিকাদারদের নিয়ে অনলাইনেই লটারি অনুষ্ঠানের কথা থাকলেও তা করা হয়েছে ম্যানুয়েল পদ্ধতিতে। যদিও ২০১২ সালে জারি করা এক পরিপত্রে বলা হয়েছে, ম্যানুয়েল পদ্ধতিতে লটারির কোনো সুযোগ নেই। এলজিইডি ও জেলার একাধিক ঠিকাদারদের সাথে কথা বলে জানা গেছে, জেলার অন্যান্য উপজেলা এবং জেলার বাইরের ঠিকাদাররা যাতে দরপত্র দুটিতে অংশ নিতে না পারে সেজন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে কাজের আইডি প্রকাশই করা হয়নি। ফলে ঠিকাদারদের একটি অংশ ছাড়া অন্যরা এতে অংশ নিতে পারেনি। আর ওই অংশটিই উপজেলা প্রকৌশলীর সাথে যোগসাজশ করে এ কাজ করার পাশাপাশি নীতিমালা লংঘন করে ম্যানুয়েল পদ্ধতিতে লোক দেখানো লটারি সম্পন্ন করে কাজগুলো ভাগাভাগি করে নিয়েছে।

গতকাল সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করা হয়েছে দরপত্র দুটির লটারির। এজন্য রাখা হয়েছে খাঁচা সাদৃশ্য লটারি বক্স। সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ইউএনও উত্তম কুমার রায়, পৌর মেয়র রেজাউল করিম স্বপন ও উপজেলা প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান। এসময় সেখানে বেশ কয়েজন ঠিকাদারসহ এলজিইডির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দুপুর ১২টার দিকে লটারি শুরু হওয়ার আগে জুয়েল শেখ নামের একজন ঠিকাদার ম্যানুয়েল পদ্ধতির লটারির বিরোধীতা করলেও সংশ্লিষ্টরা বিষয়টি আমলে না নিয়ে ইউএনও বাক্স খুড়িয়ে লটারির উদ্বোধন করেন।
উপজেলা প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান এ প্রসঙ্গে বলেন, বিধি অনুযায়ী ম্যানুয়েল পদ্ধতিতে লটারি করা হয়েছে।
সদর উপজেলার ইউএনও বলেন, ‘সার্ভারের সমস্যার কারণে সকলের সম্মতিতে লটারি অনুষ্ঠিত হয়েছে।

তবে এলজিইডির লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান বলেছেন, ই-জিপির মাধ্যমে আহব্বানকৃত টেন্ডারে ম্যানুয়েলে লটারির সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম