মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১১ জুন) বিকেলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কাশিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ মজুমদার।
মো: শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসহাক বেপারী, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, উপজেলা যুবদল নেতা মির্জা হিরণ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন উপজেলা যুবদল নেতা খোরশেদ আলম, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকতার হোসেন, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহবায়ক এয়াছিনসহ বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে মো: শাহজালালকে আহবায়ক ও একরামুল হক এনামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কাশিনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।